কিন্তু নতুন পুরভবন নির্মাণ শুরু হবে কবে, এ প্রশ্নের উত্তরে রাজারহাট-গোপালপুর পুরসভার পুরপ্রধান সিপিএমের তাপস চট্টোপাধ্যায় বলেন, “ওই জমিতে ‘তথ্যপ্রযুক্তি ভবন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে ছয়তলা ভবন তৈরি হবে। প্ল্যান হয়ে গিয়েছে। যৌথ উদ্যোগের জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। ওই অনুমতির জন্য জমির চরিত্র বদলের প্রয়োজন হয়। জমির মিউটেশন হয়েছে। চরিত্র বদলের জন্য জরুরি ভিত্তিতে চেষ্টা চলছে। সাক্ষাৎপ্রার্থীদের জন্য উঠোনে ত্রিপল টাঙিয়ে অস্থায়ী ছাউনি করা যায় কি না দেখছি। যেহেতু ট্রাস্টি বোর্ডের সম্পত্তি তাই স্থায়ী ছাউনি তৈরিতে সমস্যা রয়েছে।” পুরসভায় বিরোধী দলনেতা তৃণমূলের মনোরঞ্জন ঘোষ বললেন, “পুরসভার সব কাজ এক জায়গায় না হওয়ায় সমস্যা রয়েছে। বিষয়টি নিয়ে পুরপ্রধানের সঙ্গে আলোচনা করব।” |