|
|
|
|
পাঁচ লাখ দিয়ে সুস্মিতাকে আটকাল রাজ্য |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
কখনও বাংলায় যা হয়নি তা করে দেখাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সরকার।
হরিশঙ্কর রায়, ঝুমা খাতুনদের সঙ্গে বহু অ্যাথলিট এর আগে বাংলা ছেড়ে চলে গিয়েছেন ঝাড়খণ্ডে, আর্থিক পুরস্কারের লোভে। ঝাড়খন্ডের হয়ে জিতছেন প্রচুর পদক। আগের সরকার তাদের আটকানোর কোনও চেষ্টাই করেনি। বাংলার তারকা অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়ের ঝাড়খণ্ড চলে যাওয়া কিন্তু রুখে দিল বর্তমান সরকার। তড়িঘড়ি সুস্মিতা এবং তাঁর কোচ কুন্তল রায়কে মহাকরণে ডেকে এনে ক্রীড়া দফতরের পক্ষ থেকে প্রস্তুতির জন্য তুলে দেওয়া হল পাঁচ লাখ টাকা। দেওয়া হল চাকরি-সহ সবরকম সাহায্যের প্রতিশ্রুতি। অ্যাথলেটিক্সের সবথেকে কঠিন ইভেন্ট হেপ্টাথলনের জাতীয় চ্যাম্পিয়ন সুস্মিতাও বলে দিলেন, “আমি বাংলা ছাড়ছি না। বাংলার হয়েই আমি জাতীয় প্রতিযোগিতাগুলিতে প্রতিনিধিত্ব করব।” আজ শনিবার রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কাছে ঝাড়খণ্ড যাওয়ার ছাড়পত্র চেয়ে জমা দেওয়া চিঠিও প্রত্যাহার করে নেবেন তিনি। জুলাইতে এশীয় চ্যাম্পিয়নশিপ। ভারতীয় দল নির্বাচন হবে ১১-১৪ জানুয়ারি বেঙ্গালুরুতে সিনিয়র আন্ত: রাজ্য অ্যাথলেটিক্সে। সুস্মিতা চেয়েছিলেন হরিশঙ্কর-ঝুমার মতোই ঝাড়খণ্ডের হয়ে সেখানে নামতে। এটা জানার পরই নড়েচড়ে বসে রাজ্য ক্রীড়া দফতর। ক্রীড়মন্ত্রী মদন মিত্র সকালেই যোগাযোগ করেন সুস্মিতার কোচ কুন্তল রায়ের সঙ্গে। ছাত্রীকে নিয়ে মহাকরনে আসতে বলেন। ক্রীড়ামন্ত্রী তাদের কাছে জানতে চান সমস্যার কথা। মেদিনীপুরের মেয়ে সুস্মিতা জানান, “অর্থের অভাবে প্রতিযোগিতায় যোগ দিতে যেতে পারছি না। ঝাড়খণ্ড অনেক সুবিধা দেয়।” এরপরই তাকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন ক্রীড়ামন্ত্রী। বলেন, “সরকারের আর্থিক অবস্থা ভাল নয় আপাতত পাঁচ লাখ টাকা সুস্মিতাকে দেওয়া হচ্ছে প্রস্তুতির জন্য। ওর চাকরিক্ষেত্র রেলেও যাতে সমস্যা না হয় সেটাও মুখ্যমন্ত্রী দেখছেন।” জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় চান না কোনও খেলোয়াড় বাংলা ছেড়ে চলে যান। সে জন্যই সুস্মিতাকে তড়িঘড়ি ডেকে পাঠানো। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক, এশিয়াড, কমনওয়েলথ গেমসে দেশকে প্রতিনিধিত্ব করা সুস্মিতা টানা দশ বার রাজ্য চ্যাম্পিয়ন। তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনও সাহায্য রাজ্য সরকার করেনি। কোচ কুন্তল রায় বললেন, “আমি ক্রীড়ামন্ত্রীকে যুবভারতীর অ্যাথলেটিক্স ট্র্যাকের সংস্কারের কথাও বলেছি।” |
|
|
|
|
|