|
|
|
|
ভিভের দেখা সেরা ব্যাটসম্যান এখনও বাইশ গজে তৃপ্ত নন |
সংবাদসংস্থা ²পোর্ট অব স্পেন |
ভিভ রিচার্ডসের সার্টিফিকেট পাওয়ার দিনেই সচিন তেন্ডুলকর জানিয়ে দিলেন, ক্রিকেট জীবনের প্রাপ্তি নিয়ে তিনি এখনও অতৃপ্ত!
পোর্ট অব স্পেনে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভিভ বলেছেন, তিনি ডন ব্র্যাডম্যানকে দেখেননি। কিন্তু যে ক’জন ব্যাটসম্যান দেখেছেন, তাদের মধ্যে সচিন সেরা। “সচিনের চেয়েও যদি কোনও ভাল ব্যাটসম্যান থাকে, তা হলে সে এখনও জন্মায়নি। ব্র্যাডম্যানকে দেখিনি। কিন্তু যত দিন ক্রিকেট দেখছি, সচিনের চেয়ে ভাল ব্যাটসম্যান চোখে পড়েনি,” আজ বলেছেন ভিভ।
কিন্তু ব্যাটিং কিংবদন্তির চূড়ান্ত শংসাপত্র হাতে পাওয়ার পরেও স্বয়ং সচিন তৃপ্ত হলে তো? উল্টে লন্ডনের ক্রীড়া পত্রিকাকে সাক্ষাৎকারে সচিন বলে দিয়েছেন, তাঁর কাছে তৃপ্তির অর্থ হচ্ছে শেষের শুরু। “যখন আপনি জেতেন বা একটা সেঞ্চুরি করেন, বলতে পারেন যে, আপনি খুশি। কিন্তু তৃপ্ত, এটা বলা যায় না। আমার কাছে তৃপ্তি হচ্ছে, হ্যান্ডব্রেকের হাতল চেপে আশা করা যে, গাড়িটা এগোবে,” বলেছেন সচিন। সঙ্গে যোগ করেছেন, “এখনও নিজের কেরিয়ার নিয়ে তৃপ্ত নই। আমি বিশ্বাস করি যে মুহূর্তে আপনি ভাববেন, আপনি তৃপ্ত, তখনই আস্তে-আস্তে ঠান্ডা হতে শুরু করবেন।”
‘লিটল মাস্টার’ সাফ বলছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ভাবছেন না। বলেছেন, “ক্রিকেট আমার হৃদয়ে থাকে, তাই মোটিভেশন খোঁজার দরকার হয় না। যখন ছোট ছিলাম, দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। স্বপ্নটা আমি এখনও দেখি।” |
|
অবসর নয়, বরং সচিন এখনও ক্রিকেটের মনোযোগী ছাত্র। বলেছেন, “সব সময় খুঁজি কী ভাবে নিজের ব্যাটিংকে আরও উন্নত করা যায়? ফুটওয়ার্ক বা ব্যাটের সুইংয়ে সামান্য অদলবদল খেলা আরও উন্নত করে দিতে পারে।” সচিনের এহেন সংকল্প দেখে মুগ্ধ বিশ্বক্রিকেট। সতীর্থ রাহুল দ্রাবিড়ের কথায়, “এই মুহূর্তে সচিন এমন এক ব্যাটসম্যান, যে ভুল করতে জানে না।” ভিভ আবার মনে করেন, যে ভাবে ক্রিকেট কেরিয়ারের বৃত্তটাকে সম্পূর্ণ করার জন্য সচিন ছুটে চলেছেন, সেটাই সবচেয়ে আকর্ষণীয়। “সচিন কত কিছু পেরিয়ে এল। দুঃখ, বেদনা, ব্যর্থতা, ক্লান্তি, চোট। তবুও ক্রিকেট কেরিয়ারের বৃত্তটাকে সম্পূর্ণ করার জন্য ও যে ভাবে ছুটছে, অসাধারণ।” সঙ্গে যোগ করেছেন, “সম্পূর্ণ প্যাকেজ বলতে যা বোঝায়, সচিন তাই। আর ক্রিকেটারদের মধ্যে সচিনকেই আমি সবচেয়ে সম্মান করি।” |
|
|
|
|
|