|
|
|
|
আজ টি-টোয়েন্টি দিয়ে অভিযান শুরু ভারতের |
|
রোহিতদের কঠিন পরীক্ষা
নেবে ক্যারিবিয়ান পিচ রবি শাস্ত্রী |
|
ভারতের তরুণ ক্রিকেটাররা এত দিন যার জন্য অপেক্ষা করেছিল, সেই সুযোগটা এসে গিয়েছে। ব্যাটসম্যান, বোলার বা উইকেটকিপার দ্বিতীয় সারির ক্রিকেটারদের কাছে সুযোগ এসেছে সিনিয়ররা অবসর নিলে তাদের জায়গাটা নেওয়ার। ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ কয়েক জন সিনিয়র বিশ্রাম নিয়েছে বলে ভাগ্যের পাকেচক্রে জাতীয় দলে পাকাপাকি জায়গা করে নেওয়ার সুযোগটা বেশ তাড়াতাড়ি পেয়ে গেল তরুণরা।
পার্থিব পটেলদের সামনে সুযোগ আছে প্রমাণ করার যে, পরিস্থিতির চাপে তারা আর ভেঙে পড়ে না। রোহিত শর্মা দেখিয়ে দিতে পারে যে, ও এখন নিজের প্রতিভার যোগ্য সম্মান দিচ্ছে। বদ্রিনাথের মতো ব্যাটসম্যানরা, যারা এত দিন জাতীয় দলের আশেপাশে কাটিয়েছে, তারা জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করে ফেলতে পারে। এই সফর থেকে এত বেশি কেরিয়ার তৈরি হয়ে যাওয়ার সুযোগ দেখছি যে এই তরুণদের মধ্যে ক্লান্তি কোনও ফ্যাক্টর হবে বলে মনে হয় না। এদের অনেকেরই আইপিএলের ধকল গিয়েছে। তবুও এই দলে মোটিভেশনের অভাব হবে না। শুধু নিজেদের জন্য নয়। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ভারতের নতুন জায়গাটাও ধরে রাখতে হবে। |
|
পোর্ট অফ স্পেনে প্র্যাক্টিসে মনোজ, কোহলিরা।-এপি |
ওয়েস্ট ইন্ডিজ এখন আর সে রকম শক্তিশালী দল নয়। তবুও বিদেশে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা সেরা ক্রিকেটারদের কাছেও একটা বড় পরীক্ষা। আমার মনে হয় না ক্যারিবিয়ান পিচগুলো স্ট্রোক প্লে করতে সাহায্য করবে। ফ্রন্ট ফুটে খেলে মাঠের যে কোনও দিকে বল পাঠিয়ে দিলাম, এ রকম পিচ ভারতীয় ব্যাটসম্যানরা পাবে না। তার বদলে এমন সব পিচ থাকবে যেখানে এক-দু’রান নেওয়াটা খুব জরুরি, কিন্তু মোটেও সহজ নয়।
জিম্বাবোয়েতে গত বছর যে এক দিনের সিরিজে রায়না নেতৃত্ব দিয়েছিল, ভারত সেটা হেরেছিল। সেই পরিসংখ্যানটা নিশ্চয়ই ও বদলে দিতে চাইবে। ওয়ান ডে কোচ হিসেবে ফ্লেচারের খুব একটা খ্যাতি নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভাল ফল করার জন্য তাই রায়না আর ডানকান ফ্লেচারের নিজস্ব একটা তাগিদও থাকবে।
ওয়েস্ট ইন্ডিজ দলে কয়েক জন দুর্দান্ত তরুণ রয়েছে। স্টাইলের বিচারে ব্রায়ান লারার সঙ্গে ডোয়েন ব্রাভোর তুলনা শুরু হয়ে গিয়েছে। মারলন স্যামুয়েলসও ভাল ছন্দে রয়েছে। অধিনায়ক ড্যারেন স্যামি এবং রবি রামপল, দু’জনেই বোলার হিসেবে বিপক্ষকে খুব বেশি রান দেয় না। দেবেন্দ্র বিশু খুব ভাল লেগ স্পিনার।
মোট কথা, এই সফর থেকে প্রমাণ হয়ে যাবে যে, ভারতের প্রতিভাবান ক্রিকেটারের ভাণ্ডার বেড়েই চলেছে। |
|
|
|
|
|