সাটার ভেঙে ঢুকে বৃহস্পতিবার রাতে হাওড়ার বাগনানের ঘোড়াঘাটার একটি সোনার দোকান থেকে নগদ টাকা এবং গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের ধরতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত -আট জন দুষ্কৃতী একটি গাড়িতে করে এসেছিল। হাতুড়ি এবং শাবল দিয়ে তারা দোকানের সাটার কাটে। দোকানটিতে সোনা -রুপোর গয়নার সঙ্গে অন্য গয়নাও বিক্রি হয়। দোকানের মালিক অশোক নায়েক বলেন, “রাত ২টোর সময়ে স্থানীয় এক ব্যবসায়ী আমাকে ফোনে ঘটনার কথা জানান। আমি তখনই যাই। দেখি দোকান লন্ডভন্ড। সর্বস্ব নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতীরা।” স্থানীয় এক ব্যবসায়ী জানান, সাটার কাটার শব্দে তিনি জেগে ওঠেন। দেখেন ডাকাতি হচ্ছে। তিনি কয়েক জনকে ডেকে নিয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলার চেষ্টা করেন। কিন্তু তারা অস্ত্র বের করে তাঁদের ভয় দেখিয়ে গাড়িতে উঠে চম্পট দেয়। পুলিশ জানায়, দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
|
বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত হয়েছেন সাত জন। সকলেই অটোর যাত্রী ছিলেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া মোড়ের কাছে মুম্বই রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটোরিকশাটি বাগনান থেকে মুম্বই রোড ধরে উলুবেড়িয়ায় আসছিল। তুলসীবেড়িয়া মোড়ের কাছে মুম্বই রোড থেকে ওটি রোডে ওঠার সময়েই অটোরিকশাটি শ্যামপুরগামী বাসের মুখে পড়ে যায়। সংঘর্ষের জেরে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়েন। আহতদের মধ্যে পাঁচ মহিলা এবং একটি আট বছরের বালক রয়েছে। আহতদের প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গুরুতর জখম দুই মহিলাকে পাঠানো হয় কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকালে আরামবাগের ধামসা গ্রামের বাসিন্দা মালতি গড়াই (৪৫ ) নামে ওই মহিলা পরিত্যক্ত একটি গোয়ালের ছাদে তিল শুকোতে দিতে গিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝড়ে এককটি বিদ্যুৎবাহী তার ছিঁড়ে ওই ছাদে পড়েছিল। সেই তারে পা লেগে যাওয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না -তদন্তে পাঠানো হয়েছে।
|
এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির জিরাট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিনা ঘোষ (২০ )। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির একটি ঘরে গামছার ফাঁস লাগানো তাঁর ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে বাড়ির লোকেরা পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, রিনা কালনা কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। |