সংস্কৃতি যেখানে যেমন

মানুষের সেবায় মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন
শিক্ষা এবং সমাজসেবামূলক কাজে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের মনসাদ্বীপের রামকৃষ্ণ মিশন। এ বছর মাধ্যমিকে এখান থেকে ৮৬ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। তবে শুধু পুথিগত শিক্ষাই নয়, ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে। শ্রীরামকৃষ্ণের ভাবধারায় বিভিন্ন সমাজসেবামূলক কাজেও এঁদের অবদান প্রচুর। বিভিন্ন জায়গায় স্বাস্থ্যশিবির থেকে শুরু করে বিনামূল্যে রোগীদের চিকিৎসা এবং ওষুধ বিতরণ, দুঃস্থ ছাত্রছাত্রীদের বই দেওয়া প্রভৃতি কর্মকাণ্ডে সর্বদাই এঁরা মগ্ন। মিশনের তরফে গত আথির্ক বছরে ১৩৬৩ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে পড়ার বই দিয়ে সাহায্য করা হয়। এ ছাড়া ১০২০ জন দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। পাশপাশি মানুষের মধ্যে সংস্কৃতি চেতনা, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধার ভাব ছড়িয়ে দিতে শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রী মা সারদা, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন ও এবং অন্যান্য ধর্মীয় উৎসবও পালন করা হয়।

কবিপ্রণাম
সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মধ্যে গিয়ে পালন করা হল কবিগুরুর জন্ম সার্ধশতবর্ষ। অনুষ্ঠানের সূচনায় ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র কবিতার আবৃত্তির মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান।

মূর্তি উন্মোচন
ছবি: শান্তনু হালদার।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে উত্তর ২৪ পরগনার হাবরার পূর্বাঞ্চল হাইস্কুলে কবিগুরুর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। এই উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা ‘চণ্ডালিকা’ গীতিনাট্য পরিবেশন করে।

কোথায় কী
উত্তর ২৪ পরগনার অশোকনগরের সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ‘প্রয়াস’ আগামী ৫ জুন, রবিবার সপ্তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেই সঙ্গে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
Previous Story South Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.