|
|
|
|
ফের আদালতে নিজেকে জখম করল বন্দি |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
হাওড়া আদালত চত্বরে বা কোর্ট লকআপে আসামিদের পরস্পরের মধ্যে ব্লেড নিয়ে মারামারি নতুন কোনও ঘটনা নয়। কিন্তু দীর্ঘদিন ধরে জামিন না পাওয়ার প্রতিবাদে এ বার আদালত কক্ষেই এক ইঞ্চি মাপের লোহার তারের টুকরো দিয়ে নিজেকে আহত করল বিচারাধীন এক বন্দি। এই ঘটনার পরে শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়ায় হাওড়া আদালত চত্বরে।
পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে শুনানির জন্য প্রেসিডেন্সি জেল থেকে হাওড়া আদালতে আনা হয় ইব্রাহিম আনসারি নামে ওই বিচারাধীন বন্দিকে। বছর খানেক আগে বালি থানা এলাকা থেকে পরিকল্পিত ডাকাতির অভিযোগে বছর কুড়ির ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার হাওড়ার প্রথম সিনিয়র দেওয়ানি আদালত কক্ষে তোলা হয় তাকে। আদালত সূত্রে খবর, বিচারক আসার আগেই ওই বন্দি লোহার তারের টুকরো দিয়ে শরীরের নানা অংশ কেটে নিজেকে ক্ষতবিক্ষত করে। এর পরে পুলিশকর্মীদের ভয় দেখায়, ধরতে এলেই আত্মঘাতী হবে সে। শেষে শুনানি হয়ে গেলে কড়া পুলিশি পাহারায় কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় তাকে।
এ দিন আদালতের বাইরে দাঁড়িয়ে ইব্রাহিমের মা সাকিলা বেগম বলেন, “আট মাস ধরে ছেলেটা জামিন পাচ্ছে না। সাক্ষীরাও আসছে না। শুধু তারিখের পর তারিখ পড়ছে। তাই মানসিক ভাবে ভেঙে পড়ে এই কাজ করেছে সে।” এ দিনও অবশ্য ইব্রাহিমের জামিন হয়নি বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
এ ভাবে বারবার আসামিদের হাতে ব্লেড, তারের টুকরো আসায় প্রশ্ন উঠেছে তা নিয়ে। হাওড়ার পুলিশ সুপার রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “এ সব জিনিস নিয়ে বন্দিরা যাতে কোর্ট লকআপে না আসতে পারে তাই ক্যামেরা বসিয়েছি। ওদের জুতো, পোশাক খুলিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কী ভাবে ওই বন্দি লোহার তার জোগাড় করল তা খতিয়ে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|