|
|
|
|
নিজাম প্যালেসে সংঘর্ষ সিটু-তৃণমূলে, জখম ৮ |
নিজস্ব সংবাদদাতা |
ইউনিয়ন দখলকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে নিজাম প্যালেসে কেন্দ্রীয় পূর্ত বিভাগ (সিপিডব্লিউডি)-এর দু’দল কর্মীর মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, সংঘর্ষে সিটু ও তৃণমূল নিয়ন্ত্রিত দু’টি ইউনিয়নের আট জন সদস্য আহত হন। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ করেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেফতারও করা হয়েছে। |
|
আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র |
সিটু নিয়ন্ত্রিত সিপিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি পীযূষ রায়ের অভিযোগ, বৃহস্পতিবার তাঁদের এক সদস্যকে বিরোধী ইউনিয়নের লোকজন মারধর করেন। তার প্রতিবাদে নিজাম প্যালেসের ভিতরে সিটু ইউনিয়নের কর্মীরা প্রতিবাদসভা করছিলেন। সভা চলাকালীন তৃণমূল নিয়ন্ত্রিত সিপিডব্লিউডি মজদুর ইউনিয়নের লোকজন তাঁদের উপরে লাঠি নিয়ে হামলা চালান। বেধড়ক পেটানো হয় তাঁদের কিছু সদস্যকে। ভাঙচুর করা হয় ইউনিয়নের নোটিস বোর্ডও। পাল্টা অভিযোগ করেছে মজদুর ইউনিয়ন। ওই সংগঠনের সভাপতি রঞ্জিতকুমার দত্তের অভিযোগ, এ দিন যাঁরা নিজাম প্যালেসে সভা করতে জড়ো হন এবং হামলা চালান, তাঁদের বেশির ভাগই বহিরাগত। তাঁরা কেন্দ্রীয় পূর্ত দফতরের কর্মীই নন। এমনকী পীযূষবাবু নিজেও নিজাম প্যালেসের কর্মী নন। বিনা প্ররোচনায় সিটু ইউনিয়নের সদস্যেরা তাঁদের মেরেছেন। পেটানো হয়েছে তাঁকেও। |
|
|
|
|
|