সরকারি কাজ নিয়ে টালবাহানা এবং একাধিক দুর্নীতির প্রতিবাদ জানাতে গিয়ে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য কর্মীদের বের করে পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে দিল কংগ্রেস। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের মৌগ্রাম গ্রাম পঞ্চায়েতে। এ দিন দুপুরে কংগ্রেস কর্মীরা পঞ্চায়েত দফতরে সিপিএমের পঞ্চায়েত প্রধান নীলরতন হালদারের কাছে যান। তাঁরা প্রধানের কাছে রাস্তা ও নর্দমা সংস্কার-সহ বিভিন্ন কাজের টেন্ডার হয়ে যাওয়ার পরেও কাজ না হওয়ার কারণ জানতে চান। এ ছাড়াও একশো দিনের কাজ পেতে শ্রমিকদের হয়য়রানি হচ্ছে বলে অভিযোগও জানান তাঁরা। মৌগ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, “প্রধানের কাছ থেকে ওই সব প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি। এর জেরে স্থানীয় মানুষ পঞ্চায়েত প্রধান ও কর্মীদের বাইরে বের করে দিয়ে পঞ্চায়েত দফতরে তালা লাগিয়ে দেন।” প্রধান অবশ্য কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা অভিযোগ, “কংগ্রেস কর্মীরা আমাকে হেনস্থা করে পঞ্চায়েত কার্যালয় থেকে বের করে দেয়। তার পর তারা দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে।” কেতুগ্রাম-২ বিডিও হেমন্ত ঘোষ পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।”
|
শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হল মহকুমা প্রশাসন। শুক্রবার দুপুরে কাটোয়ার মহকুমাশাসকের উপস্থিতিতে বিধায়ক, পুরপ্রধান, পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে মহকুমা প্রশাসন শহরকে যানজট মুক্ত করতে একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মহকুমা প্রশাসন। মহকুমাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি দিন সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মালবাহী গাড়িকে শহরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। শহরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার মত পুলিশ কর্মী না থাকায় কলকাতা ও বর্ধমানের মত পুরসভার সহযোগিতায় কালনা থানা শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও দোকানের বাইরে মালপত্র রাখা যাবে না বলে জানানো হয়েছে ব্যবসায়ীদেরও। এ ছাড়াও বেআইনি রিকশা ও ভ্যান নিয়ন্ত্রণ করার জন্য ওই বৈঠকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “হকার উচ্ছেদের সিদ্ধান্ত এখনও হয়নি। তবে পিচ রাস্তার উপরে জিনিস রেখে ব্যবসাও করা যাবে না।” মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম বলেন, “আগামী জুলাই থেকে এই বৈঠকে প্রস্তাবিত সিদ্ধান্তগুলি কার্যকর হবে।”
|
সরকারি কাজ নিয়ে টালবাহানা এবং একাধিক দুর্নীতির প্রতিবাদ জানাতে গিয়ে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য কর্মীদের বের করে পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে দিল কংগ্রেস। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতে। এ দিন দুপুরে কংগ্রেস কর্মীরা পঞ্চায়েত দফতরে সিপিএমের পঞ্চায়েত প্রধান নীলরতন হালদারের কাছে যান। তাঁরা প্রধানের কাছে রাস্তা ও নর্দমা সংস্কার-সহ বিভিন্ন কাজের টেন্ডার হয়ে যাওয়ার পরেও কাজ না হওয়ার কারণ জানতে চান। এ ছাড়াও একশো দিনের কাজ পেতে শ্রমিকদের হয়য়রানি হচ্ছে বলে অভিযোগও জানান তাঁরা। মৌগ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, “প্রধানের কাছ থেকে ওই সব প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি। এর জেরে স্থানীয় মানুষ প্রধান ও কর্মীদের বাইরে বের করে পঞ্চায়েত দফতরে তালা লাগিয়ে দেন।” প্রধান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা অভিযোগ, “কংগ্রেস কর্মীরা আমাকে হেনস্থা করে অফিস থেকে বের করে দেয়। তার পর তারা দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে।” কেতুগ্রাম-২ বিডিও হেমন্ত ঘোষ ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন।”
|
এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির জিরাট এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম রিনা ঘোষ (২০)। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে গামছার ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহটি দেখতে পান পরিজনেরা। রিনা কালনা কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। |