|
|
|
|
প্রোমোটার খুন |
ছাঁট কারবার থেকে লোহার নিলাম, সূত্রের খোঁজে পুলিশ |
সুশান্ত বণিক ²আসানসোল |
প্রোমোটারি কারবারে সদ্য নেমেছিলেন রামলক্ষ্মণ যাদব। আসানসোলের কোর্ট মোড়ে যে নিমীর্য়মাণ বহুতলে তিনি খুন হন, সেটিই ছিল প্রোমোটার হিসেবে তাঁর প্রথম কাজ। ফলে, খুনের তদন্তে নেমে পুলিশ প্রধানত তাঁর মাফিয়া কারবার এবং অপরাধ জগতের দিকেই বেশি নজর দিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ওই খুনের পরেই ঝাড়খণ্ড সীমানা ‘সিল’ করে দিয়ে তল্লাশি শুরু করেছিল পুলিশ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কয়েক জনকে আটক করা হয়েছে। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর নিজে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন। এর মধ্যে লোহা মাফিয়া, পরিবহণ ব্যবসায়ী, বাতিল লোহা নিলামের কারবারি বা তাঁদের ঘনিষ্ঠেরা রয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। তবে কাদের, কেন জেরা করা হচ্ছে তা পুলিশ বলতে চায়নি। কেউ গ্রেফতারও হয়নি।
পুলিশের মতে, খুনিদের ধরতে হলে খুনের কারণ খুঁজে বের করা জরুরি। এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রে সে রকম অন্তত পাঁচটি সম্ভাব্য ‘কারণ’ পুলিশের সামনে এসেছে। |
|
নিহত প্রোমোটার রামলক্ষ্মণ যাদবের বাড়ি। আসানসোলে তোলা নিজস্ব চিত্র। |
১) রামলক্ষ্মণ যাদবের বিপুল টাকার প্রধান উৎস ছিল ছাঁট লোহার কারবার। বার্নপুর ইস্কো থেকে আকরিক লোহার গুঁড়ো লরিতে যায় হলদিয়া বন্দরে, সেখান থেকে জাহাজ বোঝাই হয়ে চিনে। গত বছর দশেক ধরে কার্যত একা এই সাম্রাজ্যের অধিকারী ছিলেন রামলক্ষ্মণ। সম্প্রতি বার্নপুরের এক ছাঁট লোহা মাফিয়া এই কাজে নামতে চান। কিন্তু বাধা হয়ে দাঁড়ান রামলক্ষ্মণবাবু। সেই লোহা মাফিয়ার খোঁজ মেলেনি। তাঁর এক নিকটাত্মীয়কে আটক করা হয়েছে। ২) কুলটি কারখানায় রেলের নতুন ওয়াগন ইউনিট তৈরির আগে নিলাম ডেকে পুরনো যন্ত্রাংশ ও বাতিল লোহা বিক্রি করা হচ্ছে। সেই নিলাম নিয়েই কিছু দিন আগে অন্য একটি গোষ্ঠীর সঙ্গে রামলক্ষ্মণবাবুর বিরোধ হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য কুলটির এক লোহা কারবারিকে আটক করা হয়েছে।
৩) পুলিশের কাছে খবর, সম্প্রতি আসানসোল রেল ইয়ার্ডে পণ্য পরিবহণ ও মালগাড়িতে পণ্য তোলা ও নামানোর বরাত পেতে চাইছিলেন রামলক্ষ্মণবাবু। এ নিয়ে ওই বরাতের দাবিদার এক কয়লা মাফিয়ার সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। সেই মাফিয়ার এক ঘনিষ্ঠকেও জেরা করা হচ্ছে।
৪) তদন্তে উঠে এসেছে বছর দশেক আগের এক হামলার কথাও। সে বার হিরাপুরের ৮ নম্বর বস্তিতে রামলক্ষ্মণবাবুর নিজের এলাকাতেই তাঁর দিকে বোমা ছুড়েছিল রানিগঞ্জের এক সমাজবিরোধী। দিন কয়েক আগে সেই দুষ্কৃতীকে ফের আসানসোলে দেখা যায়। পুলিশ তাকে খুঁজছে।
৫) পুলিশ আগেই জানিয়েছিল, আততায়ীরা ‘বহিরাগত’। সেই সূত্রে উঠে আসছে রামলক্ষ্মণবাবুর সঙ্গে বিহারের ঔরঙ্গাবাদের এক ব্যবসায়ী গোষ্ঠীর মনোমালিন্যের কথাও।
তবে শুধু এগুলিই নয়। অন্য সম্ভাবনাও থাকতে পারে বলে মনে করছে পুলিশ। যদিও তৃণমূলের অন্দরে ‘প্রতিপত্তি’ বাড়াতে গিয়েই রামলক্ষ্মণবাবু অন্য এক মাফিয়ার চক্ষুশূল হয়েছিলেন বলে যে সন্দেহ করা হচ্ছিল, তদন্ত সে দিকে বিশেষ এগোয়নি। পুরনো একটি ঘটনার
সূত্রে বৃহস্পতিবার কুলটির ৮ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর রোহিত নুনিয়া ও তাঁর দলেরই প্রাক্তন কাউন্সিলর অনিল সিংহকে আটক করা হলেও রাতেই পুলিশ তাঁদের
ছেড়ে দিয়েছে।
শুক্রবার সকাল থেকে কোর্ট মোড় এলাকা স্বাভাবিক হয়ে এলেও ৮ নম্বর বস্তিতে ছিল কার্যত বন্ধের চেহারা। গত দশ দিনে আসানসোল মহকুমায় পরপর যে লুঠ-সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তুলে ধরে এ দিন অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি দেয় সিপিএম। তবে পুলিশের বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। |
|
|
|
|
|