|
|
|
|
|
|
|
তিনি বলেন |
রাজারহাটে রাজ্য সরকারের ২০ একর জমি রয়েছে।
সেখানেই গড়ে উঠবে একটি নিউরোলজি হাসপাতাল। |
মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন |
|
|
|
|
|
বাজার যাওয়ার আগে |
|
|
গড়িয়াহাট: আলু ৮, পেঁয়াজ ১২, বেগুন ১৪, ক্যাপসিকাম ৫০, টোম্যাটো ১৬, ঝিঙে ২৪, কাঁচা আম ২৫,
পালং শাক ২০, কুমড়ো ১৪, হিমসাগর আম ২৫, ল্যাংড়া ৩৫, কাটা পোনা ১৬০, ট্যাংরা ৩০০, পমফ্রেট ২৫০,
ভেটকি ৩৫০, পার্শে ২৫০, পাবদা ২৫০, তোপসে ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৪০।
লেক মার্কেট: আলু ৮, পেঁয়াজ ১৪, বেগুন ১৫, টোম্যাটো ১৫, লাউ ১৫, পটল ১৫, শসা ১৫, ঝিঙে ২৪,
কাঁচকলা ৪ টাকা (একটি), কাঁচা আম ২০, বিন ৪০, হিমসাগর আম ২৫, ল্যাংড়া ৩০, মোসাম্বি ৫০ (ডজন),
বেদানা ২০০, কাটা পোনা ১৬০, ট্যাংরা ৩০০, পমফ্রেট ২৫০, গুরজালি ২৫০, ভেটকি ৩০০,
বোয়াল ১৬০, পাবদা ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৪০।
মানিকতলা: আলু ৭, পেঁয়াজ ১২, ক্যাপসিকাম ৪০, টোম্যাটো ১৬, কাঁচা আম ২০, বিন ৩৫, হিমসাগর আম ২৫,
ল্যাংড়া ৩০, বেদানা ২০০, কাটা পোনা ১৬০, ট্যাংরা ৩০০, গুরজালি ২৫০, ভেটকি ৩০০, পাবদা ২৫০,
তোপসে ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৪০।
শোভাবাজার: আলু ৭, পেঁয়াজ ১২, বেগুন ১৫, টোম্যাটো ১৬, ঢ্যাঁড়স ২০, পেঁপে ১৬, কাঁচা আম ২০, কুমড়ো ১৫,
হিমসাগর আম ২৫, ল্যাংড়া ৩০, মোসাম্বি ৫০ (ডজন), বেদানা ২০০, কাটা পোনা ১৬০, কাতলা ২০০,
ট্যাংরা ৩০০, পমফ্রেট ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৪০। |
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ৩, ৫, ৬, ৭ ও ৯।
শুভ দিন: মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
শুভ রং: সোনালি, সবুজ, বেগুনি,
ফিকে হলুদ ও লালাভ নীল।
শুভ রত্ন: পীত পোখরাজ, পান্না ও ক্যাট্স আই। |
তবে, নানা কারণে মানসিক অশান্তি থাকতে পারে। নানা উপায়ে উপার্জন বাড়বে। অতিরিক্ত জাঁকজমকে অযথা ব্যয়। ঋণশোধে তৎপর না হলে আইনি সঙ্কটে পড়তে পারেন। ব্যবসায় আশানুরূপ সাফল্য। কর্মচারীর অসততার দিকে নজর রাখুন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের শুভ যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। প্রিয়জনের প্রতিভার বিকাশ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে
দিলেই কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
স্কুলে অর্থসঙ্কট |
|
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে হিসাব প্রণয়নে টালবাহানায় সাহায্যপ্রাপ্ত তিন সহস্রাধিক বিদ্যালয়ের অধিকাংশই দারুণ আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হইয়াছে। অভিযোগ, পর্ষদ হইতে প্রতি বছর বিদ্যালয়গুলিকে প্রথম কিস্তিতে ৬ মাসের যে টাকা সাহায্য হিসাবে দিবার কথা বর্তমান বৎসরে তাহা এখনও দেওয়া হয় নাই, উপরন্তু গত বৎসরের শেষ কিস্তির টাকাও বিদ্যালয়গুলি পায় নাই। গরমের ছুটির প্রাক্কালে বহু বিদ্যালয়েই শিক্ষকদের প্রাপ্য পুরা বেতন দেওয়া যায় নাই।
- আনন্দবাজার পত্রিকা, ১ জুন ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|