বিদ্যুৎ-সংযোগ নিতে গেলে এখন আর রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে না-গেলেও চলবে। সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে বিদ্যুৎ পাওয়া যাবে। বণ্টন সংস্থা সম্প্রতি নতুন গ্রাহকদের জন্য এই আধুনিক পরিষেবা চালু করেছে।
|
মাতৃত্বকালীন ছুটি থাকলেও বিশ্ববিদ্যালয়গুলিতে সন্তানের দেখভালের জন্য এখন কোনও ছুটি নেই। তাই এ বার সন্তানের দেখভাল করতে মা-বাবা উভয়ের জন্যই ‘চাইল্ড কেয়ার লিভ’ চালু করতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেটের বৈঠকে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নীতিগত ভাবে তাঁরা এই ছুটি চালু করার পক্ষপাতী বলে জানান উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, “সন্তানের কত বয়স পর্যন্ত এই ছুটি নেওয়া যাবে, কত দিন নেওয়া যাবে, আলোচনায় তা চূড়ান্ত হবে। আমি ব্যক্তিগত ভাবে ছেলেমেয়ের ১৮ বছর পর্যন্ত এই ছুটির পক্ষপাতী।”
|
ব্যঙ্গচিত্র কাণ্ডে মানবাধিকার কমিশন যে-তদন্ত ও সুপারিশ করেছিল, তার সব নথিপত্র বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত ওই সব নথি তলব করেছিলেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ মার্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে একটি ব্যঙ্গচিত্র প্রচারের ঘটনায় অভিযুক্ত অম্বিকেশ মহাপাত্রকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কমিশন রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছিল। সরকার তা মানেনি। এর বিরুদ্ধেই অম্বিকেশবাবু হাইকোর্টে মামলা করেন। |