দেশের বিভিন্ন ভাষার থিয়েটারের খ্যাতনামা নির্দেশকেরা এ বার কলকাতায় আসছেন নিজেদের অভিজ্ঞতা ও নাট্য ভাবনার আদানপ্রদানে। উপলক্ষ ‘ন্যাশনাল থিয়েটার সেমিনার’। আগামী ১১ মার্চ থেকে টানা পাঁচ দিন রবীন্দ্র সদন ও শিশির মঞ্চে চলবে আলোচনাচক্র। উদ্যোক্তা ‘মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চাকেন্দ্র’। শহরে এমন আয়োজন এই প্রথম।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নির্দেশক ব্রাত্য বসুর মন্তব্য, “নাটক নিয়ে এই সংযোগ নাট্য জগতে এক নতুন দিগন্ত খুলে দেবে।” তাঁর মতে, নানা ধারার থিয়েটারকর্মীদের এমন যোগাযোগে এ দেশের নাটকে একটা নতুন ভাষাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এই আলোচনাচক্রের মূল উদ্দেশ্য কলকাতার থিয়েটারকে আরও সমৃদ্ধ করে তোলা। এই পাঁচ দিনের বিভিন্ন আলোচনাসভায় কলকাতার বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্বদের সঙ্গে উপস্থিত থাকবেন ওয়ামান কেন্দ্রে, রতন থিয়াম, কে এন পানিক্কর, বংশী কউল, ত্রিপুরারী শর্মা, সুবোধ পট্টনায়কের মতো দেশের খ্যাতনামা নাট্য নির্দেশকেরা।
বৃহস্পতিবার শহরে এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষ প্রমুখ। |
ব্র্যাঞ্জেলিনার বিয়েতে যাজক হবেন জর্জ ক্লুনি |
ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি গাঁটছড়া বাঁধতে পারেন এ বছরেই। এবং সেই বিয়েতে নাকি ‘পৌরোহিত্য’ করবেন জর্জ ক্লুনি। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিয়েতে ক্লুনিকে যাজকের ভূমিকা দেওয়ার বুদ্ধিটা আসলে ব্র্যাডেরই। কিন্তু তাতে ক্লুনি যে রাজি হবেন, তা ভাবতেও পারেননি ব্র্যাঞ্জেলিনা। তারকা-দম্পতির বিয়ে নিয়ে তারকা যাজকটিও যথেষ্ট চিন্তিত। বিয়ে নিয়ে আলোচনা করতে প্রায় প্রত্যেক দিনই ব্র্যাঞ্জেলিনাকে ফোন করছেন ক্লুনি। আপাতত তাই রসিকতা করে তাঁকে ‘রেভারেন্ড জর্জ ক্লুনি’ নামেও ডাকছেন ব্র্যাড পিট। বন্ধুর বিয়ের আনন্দে সে রসিকতাও হজম করে নিয়েছেন ক্লুনি। |
নিজের সুরেই। মুম্বইয়ের এক অনুষ্ঠানে এ আর রহমান। ছবি: এএফপি।
|
গায়ক, নায়ক ও নেতা। মুম্বইয়ে এক অনুষ্ঠানে এ আর রহমান,
সলমান খান এবং কপিল সিব্বল। ছবি: এএফপি।
|
কোচির এক অনুষ্ঠানে মোহনলাল ও আমির খান। ছবি: পিটিআই। |