১৭ ফেব্রুয়ারি থেকে রক্ত পরীক্ষার জন্য কোনও কিট আসছে না ডায়মন্ডহারবার হাসপাতালে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে খবর, জেলা হাসপাতালগুলিতে যেখানে ব্লাড ব্যাঙ্ক রয়েছে, সেখানে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে রক্ত পরীক্ষার কিট পাঠানো হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে কোনও কিট ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়নি। কিটের অভাবে জেলায় ৫টি রক্তদান শিবিরও করা যায়নি। ডায়মন্ড হারবার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কয়েকব্যাগ রক্ত মজুত থাকলেও পরীক্ষার অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। হাসপাতাল সুপার আনোয়ার হোসেন বলেন, “প্রয়োজনীয় কিটের জন্য স্বাস্থ্য দফতরকে বলেছি। কিট পেলেই রক্তের সমস্যার সমাধান হবে।”
|
আইভিএফ পদ্ধতিতে শিশুর জন্ম হল জোকা ইএসআই হাসপাতালে। এক বন্ধ্যত্ব চিকিৎসাকেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে ইএসআই এই প্রক্রিয়া চালিয়েছে। পূর্বাঞ্চলে প্রথম কোনও ইএসআই হাসপাতালে এই পদ্ধতি নেওয়া হল বলে শ্রম দফতর সূত্রে খবর। ওই চিকিৎসাকেন্দ্রের প্রধান জয়শ্রী মজুমদার জানিয়েছেন, সোনালি ও সুমন্ত ঘোষ নামে এক দম্পতির ১০ বছর ধরে সন্তান হচ্ছিল না। চিকিৎসক জয়দেব রায়চৌধুরীর তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছিল। চিকিৎসাকেন্দ্রের গবেষণাগারে ভ্রূণ প্রতিস্থাপন হয়। পরবর্তী কালে সোনালিদেবীকে ভর্তি করা হয় ইএসআই হাসপাতালে। সেখানে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
|
বুধবার ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজিত হয়। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিতা ঘোষের উদ্যোগে ওই শিবিরে ১৮৩ জন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ৬ জন চিকিৎসক। |