আইটিআই কলেজের শিলান্যাস ঘিরে উচ্ছাসে মাতল খড়িবাড়ি ব্লকের ভোগভিটা। নেপাল সীমান্ত লাগোয়া রানিগঞ্জ-পানিশালা গ্রাম পঞ্চায়েতের ভোগভিটায় বুধবার আইটিআই কলেজের শিলান্যাস করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ভোগভিটা হাইস্কুলের পাশের মাঠে এ দিন দুপুর দু’টো নাগাদ মন্ত্রীর কনভয় পৌঁছনোর পরেই এলাকার স্কুল পড়ুয়ারা মন্ত্রীকে স্বাগত জানিয়ে মঞ্চে নিয়ে যায়। অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতিই ছিল বেশি। মন্ত্রী গৌতমবাবুও মঞ্চে বক্তব্যের সময়ে ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেন, আইটিআই কলেজে প্রশিক্ষণ নিলে সহজেই কর্মসংস্থানের সুযোগ রয়েছে। মন্ত্রীর বক্তব্যের পরে আনুষ্ঠানিক শিলান্যাসের পর ছাত্র-ছাত্রীরা হাত মেলাতে এগিয়ে আসে। এরপরেই শুরু হয় হুড়োহুড়ি এবং উচ্ছ্বাস। গৌতমবাবু গাড়িতে উঠে যাওয়ার পরে জানালার ভিতর দিয়েও হাত বাড়িয়ে দেয় পড়ুয়ারা। গাড়ির সঙ্গে এগোতে থাকে ভিড়ও। পড়ুয়াদের সঙ্গে অভিভাবক এবং বাসিন্দারাও মন্ত্রীর গাড়ি ঘিরে উচ্ছ্বাস শুরু করেন। গৌতমবাবু গাড়ি থেকে নেমে পড়েন। প্রবল হাততালি শুরু হয় মাঠে। এ দিন-ই আরও ২০টি প্রকল্পের শিলান্যাস এবং চেক বিলি করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সব মিলিয়ে যার আর্থিক মূল্য অন্তত ৫০ কোটি টাকা। |
মন্ত্রী বলেন, “তিনটি কলেজ সহ পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্প এ দিন থেকে শুরু হয়েছে। শুধু শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি জেলার কয়েকটি প্রকল্পও এ দিন আনুষ্ঠকভাবে সূচনা করা হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলেও যাতে বাসিন্দাদের সরকারি প্রকল্পের পরিষেবা পেতে কোনও সমস্যা না হয় অথবা পরিকাঠামো উন্নয়য়নের কাজ থমকে না যায়, সে কথা ভেবেই এ দিনই সব প্রকল্পের সূচনা করা হয়েছে।”
বুধবার সকালে প্রথমে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ির শান্তিপাড়ায় সরকারি মঞ্চ থেকে নিজগৃহ, নিজ ভূমি প্রকল্পে ২৩৬ জন বাসিন্দাকে বাড়ি তৈরির জন্য সাড়ে ২২ হাজার টাকার চেক বিলি করা হয়। প্রথম ৫ জনকে মন্ত্রী নিজে হাতে চেক বিলি করেন। এর পরে ফাঁসিদেওয়া ব্লকের লিচুবাগানে কিসানমান্ডি সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন মন্ত্রী। কিসান মান্ডির জন্য প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ করে, টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দে এসজেডিএ-এর ১৬টি প্রকল্পের শিলান্যাস হয়েছে লিচুবাগান থেকে। যেগুলির মধ্যে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সংস্কার, কামরাঙ্গাগুড়ির উত্তরকন্যা থেকে জোড়াপানি সেতু পর্যন্ত নতুন চার লেনের রাস্তা তৈরি, ইস্টার্ন বাইপাস থেকে তিস্তা সেচ খাল পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং সংস্কার, জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়া থেকে চার নম্বর ঘুমটি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের প্রকল্প রয়েছে। ওই মঞ্চ থেকেই কিসান ক্রেডিট কার্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ঋণ দেওয়া হয়েছে।
বাগডোগরার ঘোষপুকুরে কলেজের শিলান্যাস হয়েছে এ দিন। লিচুবাগানের অনুষ্ঠান সেরে গৌতমবাবু ঘোষপুকুরে কলেজের শিলান্যাস করেছেন। হিন্দি কলেজের শিলান্যাস হয়েছে নকশালবাড়ির হাতিঘিসাতে। কলেজ তৈরিতে বরাদ্দ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। ডুয়ার্সের বানারহাটের পরে হাতিঘিসাতেই দ্বিতীয় হিন্দি কলেজ নির্মাণের কাজ শুরু হল উত্তরবঙ্গে। আগামী আর্থিক বর্ষ থেকেই কলেজের কাজ শুরু করে দেওয়া যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।
সকালে ফুলবাড়ি থেকে ফাঁসিদেওয়া, খড়িবাড়ি হয়ে নকশালবাড়িতে এসে মন্ত্রীর এ দিন শিলান্যাস এবং প্রকল্পের চেক বিলির অনুষ্ঠান বিকেলে শেষ হয় বুধবার। প্রতিটি অনুষ্ঠানেই বাসিন্দাদের ভিড় হলেও, ভোগভিটার আইটিআই-এর শিলান্যাসে বাসিন্দা, বিশেষত পড়ুয়াদের উচ্ছাস আবেগপ্রবণ করেছে মন্ত্রীকেও। স্কুল ইউনিফর্মে পড়ুয়ারা তার সঙ্গে হাত মেলাতে হুড়ুহুড়ি করেছেন, এ দৃশ্য দেখেই তিনি গাড়ি থেকে মেনে গিয়েছিলেন। মন্ত্রীর কথায়, “অনেকেই অনেক কারণে রাজ্য সরকার বা আমার দফতরের প্রশংসা করেন। যদিও, পড়ুয়াদের এই প্রতিক্রিয়া নিখাদ।” |