তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার জন্যই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে কি না, তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সোমেন মিত্র। চিঠিতে সোমেনবাবুর দাবি, গত ৩২ বছর ধরে রাজ্য সরকার তাঁকে নিরাপত্তারক্ষী দিয়েছে। ১৯৭৭-১৯৮২ সাল পর্যন্ত তিনি বিধায়ক না থাকাকালীনও তাঁর নিরাপত্তা রক্ষী ছিল। তাঁর নিরাপত্তারক্ষী যে তুলে নেওয়া হচ্ছে, কলকাতা পুলিশের সংশ্লিষ্ট যুগ্ম কমিশনার তাঁকে এ কথা জানানোর সৌজন্য দেখাননি বলেও সোমেনবাবুর অভিযোগ। মুখ্যমন্ত্রীকে বিষয়টি সবিস্তারে জানাতেই তিনি এই চিঠি বলে সোমেনবাবুর দাবি।
|
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেল। পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলায় জামিনে ও জেল হেফাজতে থাকা ৭১ জন অভিযুক্তের মধ্যে লক্ষ্মণ শেঠ-সহ ৫৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার জেলা আদালতে চার্জগঠন প্রক্রিয়া শুরু হয়। বুধবার জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্রের এজলাসে অভিযুক্তরা আবেদন জানান, আদালতে তাঁদের পক্ষে সওয়াল করার জন্য কোনও আইনজীবী নেই। তাই চার্জগঠন বন্ধ রাখা হোক। এ ছাড়াও অভিযুক্তদের পক্ষে আদালতে আবেদন করা হয়, এই মামলায় তাঁদের বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে, তা বাংলায় অনুবাদ করা হোক। অভিযুক্ত কানাইলাল ভুঁইয়া, রবীন্দ্রনাথ করন জেলা আদালতে আবেদন করেন, তাঁদের আইনজীবীর উপর কোনও আস্থা নেই। তাঁরা অন্য আইনজীবী নিয়োগ করতে চান। এই নিয়ে সওয়াল শেষে জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র অভিযুক্তদের আইনজীবী নিয়োগের জন্য ও উচ্চ আদালতে আবেদনের জন্য সময় দিয়ে আগামী ৩ মার্চ অভিযুক্তদের আদালতে হাজিরের নির্দেশ দেন। |