নাকাশিপাড়ায় নতুন দমকল কেন্দ্রের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • ধুবুলিয়া |
নাকাশিপাড়া থানা সংলগ্ন এলাকায় বুধবার একটি দমকল কেন্দ্রের শিল্যানাস করলেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান। তিনি বলেন, “২ কোটি টাকা ব্যয় হবে। ইতিমধ্যে তা বরাদ্দ করা হয়েছে। মাস খানেকের মধ্যেই চালু হবে দমকল কেন্দ্রটি।’’ উল্লেখ্য, বহরমপুর থেকে কৃষ্ণনগরের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এর মধ্যে কোনও দমকল কেন্দ্র নেই। স্থানীয় গলাইদড়ি গ্রামের যুবক খবির শেখ বলেন, ‘‘আশপাশে দমকল কেন্দ্র না থাকায় আগুন লাগলে দমকল আসতে দেরি হয়ে যায়। আর সেই সমস্যা হবে না।”
|
বুধবার তেহট্টের বেতাই বি আর অম্বেডকর কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্থা ও অন্য অধ্যাপকদের স্টাফরুমে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। প্রতিবাদে অধ্যাপক ও কলেজের অন্য শিক্ষাকর্মীরা ধর্নায় বসেন। ফলে ক্লাস হয়নি আর। তবে, কোথাও কেউ অভিযোগ করেননি। বহিরাগতরা কারা বা কী বলেছিল তা নিয়ে মুখ খুলতে চাননি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঙ্কজ ভট্টাচার্যও।
|
বেলডাঙা রেল স্টেশন সংলগ্ন পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পিএসইউ মাঠ, সরুলিয়া কলোনি, হরেকনগর, বড়ুয়া মোড়ের আনাচে-কানাচে বহু দিন ধরেই চলছে জুয়ার আসর। মঙ্গলবার রাতে সরুলিয়া কলোনিতে এমনই কিছু জুয়ার ঠেকে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তেজেল শেখকে সরুলিয়া কলোনি থেকে, উজির শেখ ও জিয়ার শেখকে মির্জাপুর অঞ্চল থেকে ধরা হয়েছে।
|
বুধবার মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা চলাকালীন কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে কটূক্তি ও উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বেলা সাড়ে বারোটা নাগাদ বেলডাঙা শ্রীশ চন্দ্র বিদ্যাপীঠের কাছে ঘটনাটি ঘটে। ধৃত মুস্তাক রহমানের বাড়ি বেলডাঙার মকরামপুরে। বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে এসেছিলেন তিনি। |