‘ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা’ জারি করে বিজ্ঞপ্তি টাঙিয়েছিল পূর্ত দফতর। কিন্তু নজরদারি ছিল না। বুধবার দুপুরে পাথর বোঝাই একটি বড় লরি পার হওয়ার পর ভেঙেই পড়ল ‘ঝুমঝুম খালে’র কাঠের সেতু। বহরমপুর থানার শাহাজাদপুর পঞ্চায়েতের পাঁচকুঠিতে বহরমপুর-রামনগরঘাট রাজ্য সড়কের উপরে ওই সেতু দিয়ে সেই সময় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা অনুপ মণ্ডল। কোনও রকমে কাঠের রেলিং ধরে প্রাণ বাঁচান তিনি। |
ঝুমঝুম খালের ভগ্ন সেতু। ছবি: গৌতম প্রামাণিক। |
এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন সংস্কার না করায় সেতুটি বেহাল হয়ে পড়ছিল। তার উপরে এখন কাটোয়া-আজিমগঞ্জ শাখায় রেল লাইনের উপরে একটি সেতু নির্মাণের কাজ চলায় পাথর-সিমেন্ট-ইট বোঝাই ২০-২৫টি বড় লরি প্রতি দিন যাতায়াত করছে। ফলে ওই সেতুর অবস্থা দিনদিন খারাপ হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন দুপুরে পাথর বোঝাই একটি লরি সেতু পার হওয়ার পরেই ওই বিপত্তি ঘটে। ঘটনার পর থেকেই বহরমপুর-রামনগরঘাট রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বহরমপুর থেকে রামনগরঘাটগামী বাস বা সাটুইগামী ট্রেকার সেতুর উত্তরপাড় পাঁচকুঠি পর্যন্ত যাচ্ছে। সেতুর অপর প্রান্ত বাসুদেবখালি পর্যন্ত এসে দাঁড়িয়ে থাকছে বহরমপুরগামী বাস ও ট্রেকার।
পূর্ত দফতরের মুর্শিদাবাদ হাইওয়ে ডিভিশন-২ এর নির্বাহী বাস্তুকার মুস্তাফা কামাল বলেন, “ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তা ঠিক মতো মানা হয়নি। আপাতত মাটি ফেলে ছোট গাড়ি যাতায়াতের মতো রাস্তা তৈরির কাজ চলছে।” |