টুকরো খবর
আরপিএফের ঝুলন্ত দেহ
অফিসের শৌচাগারে মিলল রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক আধিকারিকের ঝুলন্ত দেহ। মঙ্গলবার খড়্গপুরে রেলের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনারের অফিসে অশ্বিনী দত্ত (৫৫) নামে ওই আধিকারিকের দেহ পাওয়া যায়। তাঁর বাড়ি মেদিনীপুরের পটনাবাজারে। খড়্গপুরে রেলের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনারের অফিসে গত দু’বছর ধরে চিফ অফিস সুপার হিসেবে কর্মরত ছিলেন অশ্বিনীবাবু। মাসখানেক হল তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মঙ্গলবার রাতে অফিসের দো’তলায় শৌচাগারে গিয়ে অশ্বিনীবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান অফিসেরই এক হেড কনস্টেবল। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাস-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় তাঁর দেহ সিলিংয়ে সঙ্গে দড়ির ফাঁসে ঝুলছিল। মৃতের জামার পকেটে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গিয়েছে। তাতে শারীরিক নানা সমস্যায় অবসাদের কথা অশ্বিনীবাবু লিখেছেন। খড়্গপুরে রেলের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার পি ভি এস সন্থরাম বলেন, “তাঁর অসুস্থতার বিষয়টি সে ভাবে নজরে আসেনি। তবে ভেলোর যাওয়ার জন্য রেলের পাস চেয়ে তিনি আবেদন করেন।”

কৃষি প্রকল্পের উদ্বোধনে হুমগড়ে মন্ত্রী অরূপ রায়
হুমগড়ে কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়
কৃষি বিপণন দফতরের উদ্যোগে গোয়ালতোড়ের হুমগড়ে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হল বুধবার। এ দিন হুমগড় বাজারে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় দফতরের একটি অফিস ও শালবনি ব্লকের জাড়া-গড়মাল সড়কের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি গোয়ালতোড় ও হুমগড়ে একটি করে মার্কেট কমপ্লেক্স ও নিলাম ঘর, মেদিনীপুর সদর ব্লকের ঝরিয়াতে একটি কার্লভাট নির্মাণ-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠানে অরুপবাবু বলেন, “আগে পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি উন্নয়ন থেকে পুরোপুরি বঞ্চিত ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে।” তিনি জানান, গোটা রাজ্যে কৃষি উন্নয়নে ১ হাজার কোটি টাকার কাজ চলছে। আরও ১০২টি প্রকল্পের অনুমোদন হয়েছে। দ্রুত সেগুলিরও কাজ শুরু করা হবে। জেলায় কৃষি উন্নয়নে সাত কোটি টাকার কাজ চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের সহ অধিকর্তা ব্রজেন সরকার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, কাবেরী চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা।

বঞ্চনার নালিশ, বিক্ষোভে তৃণমূল
অর্থ কমিশনের টাকায় একই গ্রাম পঞ্চায়েতের ১৫টি গ্রাম সংসদে উন্নয়ন পরিকল্পনা করে টেন্ডার ডাকা হলেও বাকি ৭টি গ্রাম সংসদ বঞ্চিত হয়েছে। বুধবার খড়্গপুর-১ ব্লকের বড়কলা গ্রাম পঞ্চায়েতের অফিসে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল পঞ্চায়েত সদস্য-সহ তৃণমূল কর্মী-সমর্থকেরা। ওই গ্রাম পঞ্চায়েতে ১৫টি সংসদের উন্নয়নমূলক কাজের জন্য গত বুধবার টেন্ডার ডাকা হয়। বড়কলা গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে ১৫টি বামেদের। বোর্ডও বামেদেরই। তৃণমূলের দখলে থাকা ৭টি সংসদ এলাকা বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ। তৃতীয় ও ত্রয়োদশ অর্থ কমিশনের টাকায় পুকুর পাড় বাঁধানো, পাকা নর্দমা তৈরি, শিশুশিক্ষা কেন্দ্রের ভবন সংস্কারের মতো কংক্রিটের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই মতো গত বুধবার পরিকল্পনা তৈরি করে বামেদের দখলে থাকা ১৫টি গ্রাম সংসদের জন্য টেন্ডার ডাকা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। তৃণমূলের দখলে থাকা ৭টি সংসদ এ ক্ষেত্রে বঞ্চিত হওয়ায় এ দিন বিক্ষোভ চলে। মাতকাতপুর পঞ্চায়েতের ঝাড়েশ্বর রায়, সতকুঁই উত্তরের সাহানি বিবিদের কথায়, “আমরা টেন্ডার বাতিল করে নতুন করে ২২টি পঞ্চায়েতের জন্য পরিকল্পনা তৈরির দাবি জানাচ্ছি।” এ দিন বিক্ষোভে নেতৃত্ব দেন ব্লক যুব তৃণমূল সভাপতি দেবাশিস ভুঁইয়া। তাঁর অভিযোগ, “ইচ্ছাকৃতভাবে তৃণমূলের সংসদগুলিকে বঞ্চিত করা হচ্ছে।” গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান লক্ষ্মী মুদি জানান, কিছুদিন আগে ওই ৭টি সংসদে কাজ হয়েছে। তাই অর্থ কমিশনের টাকায় আগে বাকি ১৫টি সংসদের কাজ করার কথা ছিল।

পাঠ্যসামগ্রী বিলি
মেদিনীপুর কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে বুধবার তালপুকুর প্রাথমিক বিদ্যালয় এবং জওহরলাল নেহেরু শিশু শিক্ষা কেন্দ্রের সবমিলিয়ে ১২৫ জন ছাত্রছাত্রীকে খাতা, পেন, পেনসিল-সহ পাঠ্যসামগ্রী বিতরণ করা হয়।

অঞ্চল সম্মেলন
মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি অঞ্চল তৃণমূলের সম্মেলন হল বুধবার। অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনের আগে গ্রামে গ্রামে জনসংযোগ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতৃত্ব।

কোথায় কী


স্বাস্থ্য শিবির: কেশিয়াড়ির রবীন্দ্রভবন প্রাঙ্গণে আয়োজিত গ্রামীণ মেলায়
ব্লকের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। বেলা ২টোয়।

আলোচনাসভা: শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকারের উদ্যোগ
নিয়ে শালবনি গ্রামীণ মেলা প্রাঙ্গণে আলোচনাসভা।

সাংস্কৃতিক অনুষ্ঠান: শিবরাত্রি উপলক্ষে খড়্গপুরের ওল্ড মালঞ্চ’য় নটরাজ
কালীমন্দির কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯টায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.