|
|
|
|
উন্নয়নে অর্থ বরাদ্দ খড়্গপুর পুরসভার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বোর্ড মিটিং করে আরও কিছু উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দ করল খড়্গপুর পুরসভা। বুধবার বিকেলে কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের পঞ্চম উন্নয়নমূলক বৈঠক হয়। ছ’মাসে ৫টি বোর্ড মিটিং করতে পারায় খুশি কংগ্রেস কাউন্সিলররা। তবে এই বোর্ডের আমলে অর্থ বরাদ্দের পরিমাণ কম হওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী তৃণমূল কাউন্সিলরা।
পুরসভা সূত্রে খবর, এ দিন বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে, কর্মসংস্থান ও উন্নয়নের কাজে পুরসভার ‘এ’ ক্যাটাগরির ২২টি ওয়ার্ডে সাড়ে ৭ লক্ষ টাকা, ‘বি’ ক্যাটাগরির ৪টি ওয়ার্ডে ৬ লক্ষ টাকা দেওয়া হবে। রেল ও আইআইটির ৯টি ওয়ার্ডের জন্য সাড়ে ৩ লক্ষ টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গ্রীষ্মে জলের আকাল মেটাতে কেশপালে ৩টি গভীর নলকূপ গড়া, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা চালু, আবর্জনা ফেলার জন্য ৫টি লোহার ও ৩৫০টি প্ল্যাস্টিকের ভ্যাট কেনার সিদ্ধান্ত হয়েছে।
তৃণমূল কাউন্সিলরদের দাবি, তৃণমূলের বোর্ড থাকাকালীন ‘এ’ ক্যাটাগরির ওয়ার্ডগুলিতে ১৬ লক্ষ, ‘বি’ ক্যাটাগরির ওয়ার্ডে ১২ লক্ষ ও বাকি ৯টি ওয়ার্ডে ৬ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। বিরোধী দলনেতা তুষার চৌধুরীর অভিযোগ, “এই বোর্ড আমাদের সময়ের টাকা দিয়ে এখনও চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আমাদের সময়ের থেকে অনেক কম টাকা বরাদ্দ করছে।” কংগ্রেসের পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে অবশ্য বলেন, “ওরা (তৃণমূল বোর্ড) বছরে একবার অর্থ বরাদ্দ করত। কিন্তু আমরা ছ’মাসে দু’বার অর্থ বরাদ্দ করলাম।” উল্লেখ্য, ২০১০ সালের পুর-নির্বাচনে খড়্গপুরে জেতে তৃণমূল। কিন্তু ২০১৩ সালের ৫ অগস্ট অনাস্থা ভোটাভুটিতে কংগ্রেসের দখলে আসে এই পুরসভা। |
|
|
|
|
|