দিনভর ওঠাপড়ায় ২১ হাজার ছুঁল সেনসেক্স
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের উঠল শেয়ার বাজার। বুধবার সেনসেক্স বেড়েছে ১৩৪.৫২ পয়েন্ট। তবে সারা দিনই ওঠাপড়া চলে বাজারে। এক সময়ে সূচক ২১ হাজারের ঘরে পৌঁছে ২১,০০৫.০৪ অঙ্ক ছুঁয়ে ফেলেছিল। কিন্তু পরে বাজার বন্ধের সময়ে তা নেমে দাঁড়ায় ২০,৯৮৬.৯৯ অঙ্কে। ডেরিভেটিভের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের আগাম লেনদেনের সেট্লমেন্ট হবে আজ বৃহস্পতিবার। যাঁরা শেয়ার বিক্রি করেছেন, তাঁদের এ দিন তা হস্তান্তর করতে হবে। যে-সব লগ্নিকারী হাতে শেয়ার না-থাকা সত্ত্বেও তা বিক্রি করে রেখেছেন, তাঁরা এ দিন শেয়ার কিনতে নেমে পড়েন। আর এর জেরেই সূচক উঠেছে বলে বাজার সূত্রের খবর। এ দিকে, ভারতের বাজারের পক্ষে ভাল খবর যে, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি তাদের বিনিয়োগ কমায়নি। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, মঙ্গলবারই ওই সব সংস্থা ৪২৩.৪১ কোটি টাকার শেয়ার কিনেছে। শেয়ার বাজার সূত্রের খবর, বাজেটের পর গত কয়েক দিনে সূচকের টানা উত্থানের পিছনে প্রধানত এই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগই কাজ করেছে। এ দিন তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারের চাহিদা ছিল বেশি। উইপ্রোর শেয়ার দর ১.৩৮% বেড়ে গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অঙ্কে পৌঁছে যায়। এ ছাড়া ইনফোসিসের দর বেড়েছে ০.৫৬%।
|
এইচডিএর ভূমিকায় খুশি ইন্ডিয়ান অয়েল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জলপ্রকল্পের উদ্বোধনে শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র। |
কারখানা সম্প্রসারণ করতে চান ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে প্রয়োজন জলের ধারাবাহিক যোগান। ইন্ডিয়ান অয়েলের কর্তা অনন্তকুমার মিশ্র বলেন, “জলের সমস্যার কথা জানিয়ে এবং আমাদের জন্য একটি পৃথক জলের লাইন চেয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদকে (এইচডিএ) প্রস্তাব দেওয়া হয়। এইচডিএ দ্রুততার সঙ্গে আমাদের সহযোগিতা করেছে। আমরা এইচডিএর ভূমিকায় খুশি।” মঙ্গলবার এইডিএর উদ্যোগে বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন হয়। মঞ্চ থেকেই গেঁওখালিতে ২৫ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন নতুন জলপ্রকল্পের উদ্বোধন হয়। এরপর মঙ্গলবারই মঞ্চে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ ঘোষণা করেছিলেন, ৫০ কোটি টাকার বিনিময়ে তাঁরা দৈনিক ১০ মিলিয়ন গ্যালন জল নেবেন। বুধবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে কারখানা সম্প্রসারণের জন্য ধন্যবাদ জানিয়ে শুভেন্দু এ দিন বলেন, “ইন্ডিয়ান অয়েলের নতুন প্রকল্পটি নিয়ে আমি আশাবাদী।”
|
পলি পার্কে প্রশিক্ষণ কেন্দ্র |
প্রশিক্ষণ কেন্দ্র তৈরির লক্ষ্যে এক পা এগোল ইন্ডিয়ান প্লাস্টিকস ফেডারেশন (আইপিএফ)। হাওড়ার সাঁকরাইলে পলি পার্কে তৈরি হচ্ছে আইপিএফ নলেজ সেন্টার। রাজ্য শিল্পোন্নয়ন নিগম এই জমি ফেডারেশনকে কম দামে দিয়েছে। আইপিএফ কর্তৃপক্ষের দাবি, ২৫ কোটি টাকার এই প্রকল্পে প্লাস্টিক প্রক্রিয়াকরণ শিল্পের জন্য দক্ষ কর্মী তৈরির দিকে নজর দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৬ কোটি টাকা খরচ হবে। প্রশিক্ষণের পাশাপাশি এখানে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার কাজও হবে।
|
বিমানবন্দরের বিশেষ সম্মান |
সম্মান পেল কলকাতা বিমানবন্দর। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নত বিমানবন্দরের তালিকায় সবার উপরে উঠে এসেছে কলকাতায় নতুন তৈরি হওয়া টার্মিনালটি। ২০১৩ সালে বিশ্ব জুড়ে ২৮৫টি বিমানবন্দরের মধ্যে সমীক্ষা চালায় এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যশনাল (এসিআই)। চারটি বিভাগের জন্য প্রতিটি অঞ্চল থেকে বেছে নেওয়া হয়েছে একটি করে বিমানবন্দরকে। যাত্রীদের সঙ্গে কথা বলে, তাঁদের সুযোগ-সুবিধার বিভিন্ন মাপকাঠি বিবেচনা করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
|
বিদ্যুৎ চালিত ‘রেভা ই-টু’ গাড়িটির দাম ১.৭০ লক্ষ টাকা কমাল মহীন্দ্রা রেভা। সংস্থাটি জানিয়েছে, এই প্রকল্পে ক্রেতা গাড়ি কিনলেও, তার ব্যাটারির দায়িত্ব ও মালিকানা থাকবে সংস্থারই হাতে। ব্যাটারির ভাড়া হিসেবে ক্রেতাকে নির্দিষ্ট টাকা দিতে হবে। তবে তার বদলে বিশেষ কিছু সুবিধা মিলবে। এই প্রকল্পে নয়াদিল্লিতে গাড়িটির পরিবর্তিত দাম ৪.৯৯ লক্ষ টাকা (যা ছিল ৬.৫ লক্ষ)।
|
দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধ শতবার্ষিকী উপলক্ষে রুপোর মুদ্রা আনল সেনকো গোল্ড। গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের অ্যালবাম ‘পঞ্চ কবির গান’-এর উদ্বোধন অনুষ্ঠানে সম্প্রতি মুদ্রাটি প্রকাশ করেছে তারা। সংগ্রহকারীদের জন্য তৈরি মুদ্রাটির ওজন পাঁচ গ্রাম। দাম ৬৫০ টাকা। |