৪৮ ঘন্টা পরে সরানো হল ইন্ডিয়ান অয়েলের উল্টে যাওয়া গ্যাস ট্যাঙ্কার। দুদিন ধরে ভোগান্তির পর হাঁফ ছেড়ে বাঁচেন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সংস্থার কর্মীরা এসে ট্যাঙ্কারটি তুলতে সক্ষম হয়। যেখানে ট্যাঙ্কারটি পড়ে ছিল সেখানে জল থাকায় তা তোলা সম্ভব হচ্ছিল না। পরে দুদিন ধরে মাটি কেটে তাকে ক্রেন দিয়ে তুলে আনা হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। রবিবার রাতে গণ্ডার মোড়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। ট্যাঙ্কারটি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। উল্টে যাওয়ায় ট্যাঙ্কে ফুটো হয়ে গিয়েছে বলে পুলিশ মনে করছে। এলাকায় গ্যাস ছড়াতে থাকলে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছায়। সোমবার সারাদিনই দমকলের একটি ইঞ্জিন এলাকা পাহারা দেয়। ওই ট্যাঙ্কারটিতে গ্যাস থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ করার জন্যই তা সরাতে দেরি হয়েছে বলে ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর।
|
শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে শৌচাগার লাগোয়া রান্নাঘর অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বাগদাস। মঙ্গলবার তিনি ওই স্কুলে যান। মিড ডে মিলের খাবারে পোকা মেলার অভিযোগ পেয়ে আগের দিন ক্ষোভ দেখান অভিভাবকরা। খাবারে পোকা, শৌচাগার লাগোয়া ঘরে রান্নার জায়গা নিয়ে তাঁরা সরব হন। মিড ডে মিলের জন্য কমিটি থাকলেও সদস্যদের কথা কর্তৃপক্ষ শোনেন না বলে শিক্ষকদের একাংশ সরব হন। তার জেরে এ দিন স্কুলে মিড ডে মিল বন্ধ করে দিয়েছিলেন কর্তৃপক্ষ। এর পরেই এ দিন স্কুলে গিয়ে মিড ডে মিলের জন্য ৫ জনের একটি কমিটি গড়ে দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, “বুধবার থেকে মিড ডে মিল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। শৌচাগার লাগোয়া ঘর থেকে সরিয়ে রান্নার জায়গা ৩ নম্বর ঘরে করতে বলা হয়েছে। রান্না করা খাবার ছাত্রদের দেওয়ার আগে কমিটির এক শিক্ষক এবং প্রধান রাধুনি তা খেয়ে পরীক্ষা করবেন। তার পরেই ছাত্রদের তা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।”
|
সিকিমের পর উত্তরবঙ্গের ডুয়ার্সে ও পাহাড়ে পর্যটন কেন্দ্র গড়তে চলেছে বেঙ্গল অম্বুজা। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অম্বুজা-র কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া। ডুয়ার্সের লাটাগুড়ি ও দার্জিলি পাহাড়ের বাতাসিয়া লুপের কাছে এবং কার্শিয়াঙের মকাইবাড়িতে তিনটি আধুনিক মানের রিসর্ট তৈরি করার জন্য অনুমতি চেয়েছে বেঙ্গল অম্বুজা। আপাতত জমি চিহ্নিতকরণের কাজ হয়েছে। বাকি প্রক্রিয়া হলে তা সরকারিভাবে ঘোষণা করা হবে। বৈঠকের পর হর্ষবর্ধন নেওটিয়া বলেন, “যা বলার মন্ত্রী বলবেন।” আর মন্ত্রী গৌতমবাবু বলেন, “বেঙ্গল অম্বুজার কর্ণধারের সঙ্গে তিনটি রিসর্ট নিয়ে কথা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।” |