পঞ্চায়েতের মাসিক সভাকে ঘিরে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস ও সিপিএমের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে এনজেপি ফাঁড়ির অম্বিকানগরের ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত দফতরে। দু’পক্ষেরই দাবি, বিনা প্ররোচনায় তাঁদের পঞ্চায়েত সদস্যদের মারধর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তৃণমূলের তিনজন এবং সিপিএমের দুজন আহত হয়েছে। তাঁদের শিলিগুড়ির বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। দুই দলের পক্ষ থেকে আলাদাভাবে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সন্ধ্যায় মন্ত্রী বলেন, “আমি সারাদিন নানা সরকারি কাজে ব্যস্ত ছিলাম। ঠিক কী হয়েছে জানি না। বিষয়টি শুনেছি। পুলিশ ও দলের নেতাদের সঙ্গে কথা বলব।” তবে পুলিশের সামনেই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দার্জিলিং জেলা সিপিএমের কার্যকরী সম্পাদক জীবেশ সরকার। তিনি বলেন, “পুলিশের সামনে আমাদের সদস্য ও সমথর্র্কদের মারা হয়েছে। পুলিশ কিছু করেনি। দোষীদের কড়া শাস্তি দাবি করছি।” এদিন শিলিগুড়ির একটি নার্সিংহোমে সিপিএমের আহত পঞ্চায়েত সদস্য ও এক সমর্থককে দেখতে যান সিপিএমের জেলা নেতৃত্ব।
এই প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সাভারি রাজকুমার বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সঠিক নয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, সোমবার ফুলবাড়ি-১ পঞ্চায়েতের মাসিক সভা ছিল। দুপুর ২টা’য় সভা শুরু হয়। সভা চলাকালীন কয়েকটি বিষয় নিয়ে মতের অমিল হয় তৃণমূল ও সিপিএমের পঞ্চায়েত সদস্যদের মধ্যে। তা থেকেই হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। এর পরে সিপিএমের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। তার পরে অম্বিকানগরে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।
সিপিএমের পঞ্চায়েত সদস্য ধীরেশ রায়ে’র অভিযোগ, “কয়েকটি বিষয় নিয়ে কাজ হয়নি বলে প্রশ্ন তুলতে আমাকে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ঘুঁষি মারেন। এনজেপি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে বার হওয়ার পর ফের তৃণমূল সমর্থকেরা মারধর করেন।” তিনি জানান, পঞ্চায়েত দফতরের বাইরে মারধর করা হয় সিপিএম সমর্থক গুলনাজ বেগমকেও। গুলনাজের মাথা ফেটে গিয়েছে। সিপিএমের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল সদস্যরা। ফুলবাড়ি-১ এর তৃণমূলের প্রধান তপন সিংহ বলেন, “সভা চালকালীন এক সিপিএম সদস্য আমাদের এক সদস্যকে চেয়ার ছুঁড়ে দিয়ে মারে। পরে দফতরের বাইরে আমাদের চারজন সমর্থক আহত হন। এরমধ্যে দুই জন মহিলা।” তিনি জানান, দুই জনকে মেডিক্যাল কলেজে এবং একজনকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উল্লেখ্য, ফুলবাড়ি-১ পঞ্চায়েতের সদস্য সংখ্যা ২২। এর মধ্যে সিপিএমের ৯, তৃণমূলের ১১ জন, কংগ্রেসের ১ জন ও বিজেপির ১ জন্য সদস্য আছেন। |