দরজায় কড়া নাড়ছে ডার্বি। তিন দিন পরেই যুবভারতীতে সম্মানের লড়াইয়ে নামবেন করিম বেঞ্চারিফা এবং আর্মান্দো কোলাসো। কিন্তু দুই প্রধানের দুই কোচ কি সেই যুদ্ধে মাঠে নামাতে পারবেন তাঁদের দুই প্রধান অস্ত্র এডে চিডি এবং ওডাফা ওকোলিকে?
এই মুহূর্তে আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে নেই মোহনবাগান। ইস্টবেঙ্গল থাকলেও তা কাগজ-কলমে। কাজটা কঠিন। এই পরিস্থিতিতে ডার্বি ম্যাচের গুরুত্ব সে ভাবে না থাকলেও দু’দলের দুই কোচ করিম এবং আর্মান্দোর কাছে নিজেদের অস্তিত্বের লড়াই। মরসুমে এখনও পর্যন্ত মোহন-ইস্ট মুখোমুখি হয়েছে দু’বার। আই লিগ আর কলকাতা লিগে। ফলাফল ১-১। লড়াইয়ে করিম-আর্মান্দো দু’জনেই জিতেছেন একটি করে ম্যাচ। গোয়ায় ডেম্পো ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পুরো ম্যাচ খেলতে পারেননি চিডি। ডার্বি ম্যাচে কি খেলতে পারবেন? এ দিনই হ্যামস্ট্রিংয়ে এমআরআই স্ক্যান হয়েছে লাল-হলুদের এই নাইজিরিয়ান গোলমেশিনের। যদিও এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি চিডি। তবে ইস্টবেঙ্গলে ক্লাব নিযুক্ত চিকিৎসক সহ-সচিব ডা. শান্তিরঞ্জন দাশগুপ্ত আশাবাদী শনিবারের বড় ম্যাচে চিডির খেলার ব্যাপারে। বলছেন, “হ্যামস্ট্রিংয়ে পুরনো চোটের জায়গায় লেগেছে চিডির। তবে হাতে এখনও তিন দিন সময় রয়েছে। ওষুধ-ইঞ্জেকশন চলছে। আশা করছি, উপযুক্ত বিশ্রাম পেলে ও খেলতে পারবে।”
একই সমস্যা মোহনবাগানেও। ডার্বি ম্যাচে ওডাফা ওকোলি সবুজ-মেরুন জার্সি গায়ে নামবেন কি না, সেটাও বড় প্রশ্ন গঙ্গাপারের ক্লাবে। ওডাফা এ দিনও বল নিয়ে অনুশীলন করেননি। হাল্কা জগিং করেই অনুশীলন শেষ করে দেন। বাড়ি যাওয়ার সময় সাংবাদিকদের বলে যান, “ডার্বি ম্যাচে মাঠে নামার জন্য আপ্রাণ চেষ্টা করছি।” তবে তাঁর ভাগ্য নির্ভর করছে দলের ডাক্তার প্রতীম রায়ের উপর। প্রতীম বলছেন, “বুধবার ওকে দেখব। তার পর বলতে পারব, ডার্বি ম্যাচে ওডাফা খেলতে পারবে কি না।” |