ফর্মুলা ওয়ানে সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন মিশায়েল শুমাখারের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। মঙ্গলবারই এক জার্মান সংবাদপত্রে কৃত্রিম কোমায় থাকা শুমাখারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, বেশ কিছু জটিলতার কারণে কোমা থেকে প্রাক্তন এই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান ড্রাইভারকে বের করে আনার প্রক্রিয়ায় দাঁড়ি টেনে দিয়েছেন ডাক্তাররা। এর পরেই শুমাখারের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা শুরু হয় দুনিয়া জুড়ে।
যদিও শুমাখারের পরিবার এবং মুখপাত্র সাবাইন খেম এই খবরের সত্যতা স্বীকার করেননি। তাঁরা বলছেন, “কোমা থেকে শুমাখারকে জাগিয়ে তোলার প্রক্রিয়া মোটেই বন্ধ হয়নি। যে খবর প্রকাশিত হয়েছে তা ঠিক নয়। এই প্রক্রিয়া যথেষ্ট সময়সাপেক্ষ।”
এখানেই না থেমে সাবাইন আরও বলেন, “শুমাখারের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। কৃত্রিম কোমা থেকে রোগীকে বের করে আনার পদ্ধতি মোটেও চটজলদি নয়। এতে সময় লাগে। তাই ভুল বোঝাবুঝি থেকেই নানা খবর ছড়াচ্ছে।”
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে ফরাসি আল্পসে স্কি করতে গিয়ে মাথায় গুরুতর চোট পান শুমাখার। তার পর দু’বার অস্ত্রোপচার হলেও তিনি এখনও কৃত্রিম কোমায় রয়েছেন। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে ফ্রান্সের গ্রেনোবেল হাসপাতালে। তবে শুমাখারের শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরিবার ও মুখপাত্র সাবাইন খেমের বক্তব্য আরও জোর পেয়েছে ৪৫ বছর বয়সি শুমির প্রাক্তন সতীর্থ ফেলিপে মাসার মন্তব্যে। ব্রাজিলীয় মাসা সাংবাদিকদের বলেছেন, “কয়েক দিন আগেই শুমিকে হাসপাতালে দেখে এসেছি। ঘুমের দেশে থাকলেও ডাক্তারদের নির্দেশে মুখ এবং অন্য অঙ্গপ্রত্যঙ্গ নাড়িয়ে ইতিবাচক সাড়া দিতেও দেখেছি ওকে। তাই আশা রাখছি, দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসবে শুমি।” |