জাতীয় শিবিরে এ বারও ডাক পেলেন না রহিম নবি। ভাল খেলা সত্ত্বেও ডাক পাননি মোহনবাগান কিপার শিল্টন পালও। তবে ডেনমার্কের এফ সি ভেস্তজেল্যান্ড খেলা সুব্রত পালকে দলে ফেরালেন উইম কোভারম্যান্স। গোয়ায় ৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে ফিফার আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলবে কোভারম্যান্সের ভারত। সে জন্য মঙ্গলবার কুড়ি জনের দল ঘোষণা করেছে ফেডারেশন। সেখানে নতুন দুই ফুটবলারকে ডাকা হয়েছে— আই লিগে নিয়মিত গোল করা চার্চিল ব্রাদার্স স্ট্রাইকার বলবন্ত সিংহ এবং পুণে এফসি-র গোলকিপার অমরিন্দর সিংহ। শিলিগুড়িতে নেপাল এবং ফিলিপিন্সের বিরুদ্ধে ফিফার প্রদর্শনী ম্যাচের দল থেকে বাদ পড়ছেন অরিন্দম ভট্টাচার্য, শুভাশিস রায়চৌধুরী এবং জেজে। সুব্রত ছাড়া ফিরেছেন মুম্বই এফ সি-র সন্দেশ এবং ডেম্পোর অলউইন জর্জ। বাংলা থেকে সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গলের মেহতাব, লালরিন্দিকা, অর্ণব মণ্ডল এবং মোহনবাগানের আইবর। ফিফা প্রতিনিধিরা আসছেন: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের পরিকাঠামো দেখতে ফিফার দুই প্রতিনিধি ২৮ ফেব্রায়ারি শহরে আসছেন। পরিদর্শক দলের জন্য ডার্বির আগে যুবভারতীতে অনুশীলন করতে পারবে না ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মেহতাবরা অ্যাস্ট্রোটার্ফে অনুশীলনের জন্য হয়তো বারাসত যাবেন। যুবভারতীর সিইও জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় বলেন, “মাঠ দিতে অসুবিধা নেই। তবে ড্রেসিংরুমগুলো বুধবারই বন্ধ করে দেওয়া হচ্ছে। ফিফার প্রতিনিধিদের কথা মাথায় রেখে সব সাজানো হচ্ছে।”
|
অনূর্ধ্ব-১৯ আই লিগে মোহনবাগানকে হারানোর পর মঙ্গলবার মহমেডানকেও হারাল তরুণ দে-র ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ২-১। অন্য দিকে লাল-হলুদের কাছে কাছে হারের পর এ দিনও ইউনাইটেড স্পোর্টসের কাছে ১-২ গোলে হারল মোহনবাগান। ইউনাইটেডের হয়ে জোড়া গোল রাজন বর্মনের। এখন ইউনাইটেড এবং ইস্টবেঙ্গল দু’দলেরই সংগ্রহ ১৩ পয়েন্ট। তবে গোলপার্থক্যে ইস্টবেঙ্গলের (৬) চেয়ে এগিয়ে ইউনাইটেড স্পোর্টস (৮)। আগামী শুক্রবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মোহনবাগানের। |