টেনিস কেরিয়ারের সব চেয়ে বড় জয় পেলেন সোমদেব দেববর্মন। মঙ্গলবার দুবাই ডিউটি ফ্রি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ভারতীয় টেনিস তারকা হারালেন বিশ্বের পাঁচ নম্বর আর্জেন্তিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে। ২০০৯ যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন চোটের জন্য মাঝপথেই ম্যাচ ছেড়ে দিলেও সোমদেব ততক্ষণে প্রথম সেট জিতে নিয়েছেন ৭-৬ (৩)।
প্রথম সেটে হারের পরই বাঁ হাতের কব্জিতে ব্যথা অনুভব করায় মেডিক্যাল টাইমআউট নেন দেল পোত্রো। কিছুক্ষণ শুশ্রূষা চলার পরও সুস্থ বোধ না করায় ম্যাচ ছেড়ে দেন তিনি। গত বছর এই টুর্নামেন্টেই আর্জেন্তিনার দ্বিতীয় বাছাইয়ের কাছে প্রিকোয়ার্টার ফাইনালে ৪-৬, ৪-৬ হেরে গিয়েছিলেন সোমদেব। |
কেরিয়ারে এই প্রথম বিশ্বের প্রথম পাঁচে থাকা গ্র্যান্ড স্ল্যাম জয়ী কোনও প্লেয়ারকে হারালেন ভারতীয় তারকা। এর আগে রাফায়েল নাদাল, রজার ফেডেরার, নোভাক জকোভিচের মতো কিংবদন্তিদের মুখোমুখি হলেও কাউকে হারাতে পারেননি সোমদেব। ২০১১-এ ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে নাদাল আর ওই একই বছরে রজার ফেডেরারের কাছে হারেন তিনি। গত বছর মায়ামি মাস্টার্সেও জকোভিচের কাছে লড়ে হারেন সোমদেব।
এ দিনের ম্যাচের আগে সোমদেবের কেরিয়ারের সব চেয়ে বড় জয় ছিল ক্রোয়েশিয়ার মার্লিন সিলিচ (বিশ্বের ২২ নম্বর) ও ইভো কার্লোভিচকে (বিশ্বের ২৫ নম্বর) ২০০৯-এ হারানো। এ ছাড়া ২০১০-এ বিশ্বের ২২ নম্বর মার্কোস বাগদাতিসের বিরুদ্ধেও জেতেন তিনি। দুবাই ওপেনে দুরন্ত ফর্ম নিয়েই নেমেছিলেন সোমদেব। চেন্নাই ও কলকাতায় সেমিফাইনালে উঠে হেরে গেলেও রবিবার তিনি দিল্লি ওপেন চ্যালেঞ্জারে চ্যাম্পিয়ন হন। সোমবারই বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৭৮-এ চলে আসেন তিনি। |