|
|
|
|
প্রতারণায় ধৃত ভুয়ো সাংবাদিক |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়ে হুমকি দেওয়াও প্রতারণার অভিযোগ আগে থেকেই ছিল। কিন্তু ঘনঘন নাম পরিবর্তন করায় তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। মঙ্গলবার খড়্গপুরের ইন্দার কমলাকেবিনের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুলিশের জালে ধরা পড়ল প্রলয় সামন্ত নামে ওই ভুয়ো সাংবাদিক। ধৃতের বাড়ি খড়্গপুরের
|
প্রলয় সামন্ত। |
গোলবাজার সংলগ্ন দেবলপুরে। এ দিন ওই প্রতিষ্ঠানের শাখা মালিক দেবাশিস গঙ্গোপাধ্যায় খড়্গপুর টাউন থানায় প্রলয়ের বিরুদ্ধে সংবাদমাধ্যমের প্রতিনিধির পরিচয়ে হুমকি ও প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই বেসরকারি শিক্ষা অভিযোগ, ইন্দার ওই প্রতিষ্ঠানে ভোকেশনাল প্রশিক্ষণ কোর্সে ন’মাস ক্লাস করার পর প্রলয় ওই প্রতিষ্ঠানের থেকে কোর্সের পুরো টাকা ফেরত দেওয়ার দাবি জানায়। ওই প্রতিষ্ঠান টাকা ফেরত দিতে অস্বীকার করে। অভিযোগ, সেই সময় প্রলয় নিজেকে একটি দৈনিক সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠানের গোপন কথা সংবাদপত্রে ফাঁস করার হুমকি দেয়।
মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের নাম করে প্রলয়কে ডাকা হয়। প্রলয় আসার পর খড়্গপুর টাউন থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে আটক করে। পুলিশের দাবি, জেরায় প্রলয় ভুয়ো সাংবাদিক সাজার কথা স্বীকার করেছে। তাঁর কাছ থেকে একটি স্পাই ক্যামেরা উদ্ধার করা হয়েছে। প্রলয়ের দাবি, ওই শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস না নিয়ে গরীব ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করত। তাই তাঁদের সাংবাদিক পরিচয় দিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর জানান, এই ধরনের ঘটনার পর আমরা আরও সতর্ক হব। |
|
|
|
|
|