সারা দেশের মতোই হুগলি জেলায় ‘জাতীয় বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যবিধান সপ্তাহ’-এর সূচনা হয়েছে গত বৃহস্পতিবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের পানীয় জল ও স্বাস্থ্যবিধান বিভাগের নির্দেশে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নেওয়া এই কর্মসূচি জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরে শুরু হয়েছে। কর্মসূচি বলতে নানা ভাবে এ ব্যাপারে প্রচার-সহ গ্রামীণ মেলার আয়োজন করা। প্রচারের বিষয়, গ্রামের প্রতিটি পরিবারকে পানীয় জলের উৎস থেকে রান্না ও খাওয়ার জল ব্যবহার করতে আগ্রহী করে তোলা। পানীয় জলে কোনও রোগজীবাণু সংক্রমণ ঘটছে কিনা বা রাসায়নিক বিক্রিয়া ঘটছে কিনা তা ছ’মাসে একবার পরীক্ষা করিয়ে নেওয়ার সচেতনতা গড়া এবং তা শোধনের জন্য ব্যবস্থা নেওয়া। জলের উৎসের কাছাকাছি কোথাও যাতে জল জমতে না পারে সেই তদারকি নিয়েও বলা হচ্ছে।
|
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা অনুষ্ঠান হল বালি সাধারণ গ্রন্থাগারে। ২১ ফেব্রুয়ারির সন্ধ্যায়, গ্রন্থাগার ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাঁওতালি ভাষায় কবিতা পাঠ করলেন বুরু লুকুই হাঁসদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রহ্লাদ সরকার ও সাহিত্যিক সুনন্দা শিকদার। আলোচনা ছাড়াও ছিল গান ও স্বরচিত কবিতা পাঠ।
|
জীববৈচিত্র্য নিয়ে কর্মশালা হাওড়ায় |
জীবনদীপ সেবা সমিতির উদ্যোগে এবং স্কুল অব ফান্ডামেন্টাল রিসার্চ-এর আর্থিক সহযোগিতায় জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা ও নানা অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার খিলা গৌরাঙ্গচক ও হরিশপুর গ্রামে। গত ১২ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানের বিভিন্ন দিনে বহু মানুষ যোগদান করেন। প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ মৌমিতা অধিকারী। |