যাত্রী-বোঝাই বাস উল্টে গুরুতর জখম হলেন ৩৮ জন। তাঁদের মধ্যে ৬ জন মহিলা ও একটি শিশুও আছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে আরামবাগের গির্জাতলা স্টপেজের কাছে। স্থানীয় মানুষ প্রাথমিক ভাবে উদ্ধারের কাজে হাত লাগান। পরে দমকল এবং পুলিশ আসে। আহত যাত্রীদের ভর্তি করানো হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। |
চলছে উদ্ধার কাজ। ছবি: মোহন দাস। |
হাসপাতাল সূত্রের খবর, অধিকাংশ বাস যাত্রীর হাত-পা ভেঙেছে। মাথায় চোট লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় এক মহিলা-সহ ৩ জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে শক্তিপদ পালের বাড়ি আরামবাগের রামনগরে। অন্য দু’জন বাসুদেব মাইতি এবং গোপীনাথ মালিকের বাড়ি খানাকুলের মহিষগোট এবং পানগোড়ে। এ ছাড়াও এক মহিলা-সহ ৪ জন নিজেরাই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা পৌনে ১টা নাগাদ ২৪ নম্বর রুটের আরামবাগ থেকে খানাকুলের বন্দরগামী বাসটি ছাড়ে। যাত্রী ছিলেন জনা পঞ্চাশ। বাসের সামনে বসেছিলেন শেখ সরবুদ্দিন। তিনি জানান, বাসটি আরামবাগ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকছিল। গৌরহাট মোড় থেকে গতি বাড়ায়। গির্জাতলা স্টপেজে ঢোকার আগে আচমকা ডান দিকে অনেকটা স্টিয়ারিং ঘোরাতেই বাসটি রাস্তার মাঝে আড়াআড়ি উল্টে পড়ে। |