ডিভিসি-র সেচখালে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ মিলল না মঙ্গলবারও। তবে বর্ধমানের ঢাকেশ্বরী কলোনির বাসিন্দা একাদশ শ্রেণির ওই পড়ুয়া, অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অভিযোগ, পুলিশের তরফে প্রয়োজনীয় সাহায্য পাননি তাঁরা। জেলা পুলিশের এক কর্তা অবশ্য জানিয়েছেন, বর্ধমানে ডুবুরি না থাকায় ডুবুরি নামানো যায়নি। আজ, বুধবার ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হবে। সোমবার বর্ধমানের দুই স্কুলের পাঁচ ছাত্র কাঞ্চননগরে ডিভিসি-র সেচখালে স্নান করতে গিয়েছিল। ভরা সেচখালে ঝাঁপ দিতেই স্রোতের তোড়ে ভেসে যায় দুই ছাত্র। বাকিদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে এলাকারই দুই যুবককে খবর দেন। ঝাঁপিয়ে পড়ে একজনকে বাঁচাতে পারলেও আরেকজনের খোঁজ পাননি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই দুই যুবক।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে কাটোয়ার করজগ্রাম থেকে এক ব্যক্তির দেহ মেলে। মৃতের নাম রমেন সর্দার (৪৯)। বাড়ি ওই গ্রামের পূর্ব পাড়ায়। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন রমেনবাবু। |