বিমাননগরীর মাঝে রয়েছে ১০৯ একর জমি। তার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে, তা যথেষ্ট নয় বলে জমি দিতে নারাজ মালিকেরা। অথচ, রাতের অন্ধকারে সেখানে কাজ হচ্ছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার রাতে অন্ডালে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কিছু জমি মালিক। ফলে, রীতিমতো যানজট হয়। আধ ঘণ্টা পরে পুলিশ অবরোধ তোলে।
‘অন্ডাল ব্লক কৃষিজমি রক্ষা কমিটি’র পক্ষে সনাতন গোস্বামী, সন্তোষ বন্দ্যোপাধ্যায়দের অভিযোগ, জমির ক্ষতিপূরণ যে হারে দেওয়ার কথা বলা হচ্ছে তা যথেষ্ট নয়। সে কথা বেশ কয়েক বার জানানো হয়েছে সংস্থাকে। কিন্তু তা শোনা হচ্ছে না বলে তাঁদের দাবি। |
ওই কমিটির আরও অভিযোগ, যথাযথ ক্ষতিপূরণ না পেলে জমি দিতে তাঁরা নারাজ, তা জানানোর পরেও সেই জমিতে কাজ করছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ কাজ শুরু হয়েছে খবর পেয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট সংস্থা ও জমি মালিকদু’পক্ষই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। আদালত জানায়, অধিগৃহীত জমিতে কাজ হলে কমিটি সে কাজ বন্ধ করতে পারবে না। তবে অধিগৃহীত নয়, এমন জমিতে সংস্থা কাজ করবে না। আদালতের নির্দেশ কার্যকর করতে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হওয়ার পরে পুলিশ বিমাননগরী এলাকায় গিয়ে যাঁরা কাজ করছিলেন, তাঁদের আপাতত কাজ বন্ধ করতে বলে। সেখানে উপস্থিত সংস্থার আধিকারিকরা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
দুর্গাপুর
কিডস কার্নিভ্যাল। স্কুল প্রাঙ্গন। সকাল ৯টা।
উদ্যোগ: সেন্ট মাইকেলস স্কুল, বি-জোন ইউনিট।
ক্রিকেট প্রতিযোগিতা। ডিসিসি মাঠ। সকাল ১০টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা। |