হারল তেজগঞ্জ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে সুপার ফোর পর্বের খেলার প্রথম ম্যাচে সুব্রত স্মৃতি সঙ্ঘ ৯ উইকেটে হারিয়েছে তেজগঞ্জ ক্রীড়া চক্রকে। এ দিন তেজগঞ্জ ৩২ ওভারে ১০৪ রান করে। দলের চন্দন ধীবর ২৮ ও সুমন্ত সাহা ২০ রান করেন। জবাবে সুব্রত ১০ ওভারে ১০৫ রান করে। সুব্রতর সুজন রায় ও সুমিত অগ্রবাল ৩টি করে ও জয়ন্ত মুখোপাধ্যায় ২টি উইকেট পান। দীপঙ্কর মণ্ডল ৫২ রান করেন।
|
ফাইনালে মেমারি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ভলিবলের ফাইনালে উঠেছে বর্ধমান রাজ কলেজ ও মেমারি কলেজ। সেমিফাইনালে রাজ কলেজ হুগলির তারকেশ্বর ডিগ্রি কলেজকে ১৪-২৫, ২৫-২০, ২৫-২২, ২২-২৫ ও ১৫-১৩ পয়েন্ট হারায়। অন্য সেমিফাইনালে মেমারি কলেজ ২৫-১২, ২৫-৪, ২৫-২৩ পয়েন্টে হারিয়েছে হুগলির খলিসানি কলেজকে।
|
জয়ী বিজয়ী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রভাকর ভট্টাচার্য স্মৃতি উইনার্স ও হারাধন কুণ্ডু স্মৃতি রানার্স প্রতিযোগিতায় খেতাব জিতেছে ধোকরাশহিদ বিজয়ী সঙ্ঘ। এ দিন ২১ নম্বর ওয়ার্ডের ওই খেলায় পাশিখানা অমল সঙ্ঘকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচের ও প্রতিযোগিতার সেরা হয়েছেন যথাক্রমে বিজয়ী দলের ছোট্টু মণ্ডল ও সুজয় রায়। |