রবিবার জমির ফসল কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে উত্তেজনা ছড়ায় মালদহের রতুয়ার সাতমারায়। বিবাদের সময় একে অন্যের উপর হাঁসুয়া, বল্লম, লাঠি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। জখম হয়েছেন ৯ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় লেগেছে রাজনীতির রং। আহতদের অধিকাংশই দলীয় সমর্থক হওয়ায় পরিকল্পিতভাবে সিপিএম ও কংগ্রেস হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও সিপিএম ও কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। বিকাল পর্যন্ত কোনও পক্ষ পুলিশে অভিযোগ জানানো হয়নি। মালদহের পুলিশ সুপার রাজেশ যাদব এই দিন এই প্রেসঙ্গে বলেন, “আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষ অভিযোগ করলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ এবং স্থানীয় সূত্রে এ দিন জানা গিয়েছে, পারিবারিক ৯ বিঘা জমির মধ্যে ৬ বিঘা জমিতে সরষে চাষ করেছিলেন এলাকার বাসিন্দা দুই ভাই। তাদের আরেক বড় দাদা’র অনুমতি নিয়েই তাঁরা নিজেদের খরচে ওই সর্ষে চাষ করেন বলে দাবি দুই ভাইয়ের। এ দিন সর্ষে কাটতে বড় দাদা দলবল নিয়ে তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে গোলমাল শুরু হয়।
|
কালভার্টকে ঘিরে আরএসপি এবং তৃণমূল সমর্থক দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন জখম হয়েছেন। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের তপন থানার দ্বীপখন্ডা অঞ্চলের জিদরা এলাকার ঘটনা। জখমদের ৮ জন আরএসপি সমর্থক। চারজন তৃণমূল সমর্থক। আহতদের বালুরঘাট এবং তপন হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, দুই তরফে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় একটি নির্মীয়মাণ রাস্তায় কালভার্ট বসানোকে ঘিরে কয়েক দিন ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে মত বিরোধ দেখা দেয়। কালভার্ট কোথায় বসানো হবে তা নিয়ে গোলমাল এই দিন সংঘর্ষের রূপ নেয়। তৃণমূলের অঞ্চল সভাপতি গণেশ বর্মন বলেন, “আরএসপি’র লোকজন জোর করে কালভার্ট বসাতে চাইছিল। স্থানীয় লোক বাধা দেন।” আর আরএসপি’র নেতা আনিসুর রহমানের অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এই এলাকার মানুষের মতামতকে কোনও গুরুত্ব না দিয়ে কাজ করতে চাইছিল। এতেই গোলমাল হয়।”
|
জমির বিবাদেভাইকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। রবিবার কালিয়াচক থানার রামাশংকরটোলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ফরমান শেখ (৪০)। নিহতের স্ত্রী সায়েমা বিবি কালিয়াচক থানায় ভাসুর দানেশ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত দায়েন শেখ পলাতক বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গা নদীর ধারে পাঁচ বিঘা জমি নিয়ে দুই ভায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। রবিবার ফরমান শেখ পড়শি এক ব্যক্তিকে নিয়ে নদীর তিন নম্বর স্পারের কাছে জ্বালানি কাঠ আনতে গিয়েছিলেন। সেই সময় দানেশ শেখ ফরমানে সেখর উপর চড়াও হয়।
|
কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয় ছাত্রী আবাস চালু হল। রবিবার বিকালে মালদহের হরিশ্চন্দ্রপুরের পিপলায় ওই ছাত্রী আবাসের উদ্বোধন করেন নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। কেন্দ্রীয় সরকারের ৪৯ লক্ষ টাকা বরাদ্দে সর্বশিক্ষা মিশনের মাধ্যমে পিপলা হাইস্কুলে ওই আবাস তৈরি হয়। ছাত্রী আবাসে ৫০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। এ দিন স্কুলের ৮টি নতুন ক্লাসঘরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
|
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপো চত্বর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ডিপো চত্বরে একটি বিকল সরকারি বাসের পাশে একটি ব্যাগ দেখে পুলিশে খবর দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে বোমাতঙ্কও শুরু হয়। পুলিশ গিয়ে ব্যাগটি পরীক্ষা করে গাঁজা উদ্ধার করে। ওই ব্যাগের ভিতরে ভিতর থেকে দুটি প্যাকেটে ভর্তি ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
|
নিষিদ্ধপল্লি থেকে কিশোরী উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ইসলামপুরের তিনপুল এলাকাতে থেকে পুলিশ তাকে উদ্ধার করে। কিশোরীর বাড়ি চন্ডিগড়ের মোহালি এলাকাতে। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে এলাকায় পুলিশ যায়। কিশোরীটিকে মাস খানেক আগে কাজের প্রলোভন দেখিয়ে ফুঁসলে এলাকায় এনে বিক্রি করা হয় বলে অভিযোগ।
|
স্টেশন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ইসলামপুর থানার আলুয়াবাড়ি স্টেশন সংলগ্ন এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বছর। আলুয়াবাড়ি স্টেশন সংলগ্ন একটি শৌচাগারের সামনে দেহটি পড়ে ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে মৃত ওই ব্যক্তি ট্রেনে হকারের কাজ করতেন।
|
খাঁড়ি থেকে যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বালুরঘাট থানার আত্রেয়ী নদীর কাশিয়া খাঁড়ির ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম উজ্জ্বল সরেন (২৫)। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। |