বিএসএফের হাতে এক যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তে রবিবার স্বরূপনগরে যান উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এবং বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
শনিবারের ওই ঘটনায় তাঁরা এ দিন ঘটনাস্থল সোনাই নদীর ধারে থাকা বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন। বিএসএফের হাতে শনিবার সোহাগ সাহাজীর মৃত্যুর অভিযোগের পাশাপাশি জওয়ানদের কাছে গ্রামবাসীর হয়রানির অভিযোগও পুলিশের কাছে তুলে ধরেন বাসিন্দারা। যদিও বিএসএফ জানিয়েছে, পাচারে বাধা দিলে দুষ্কৃতীরা জওয়ানদের দিকে ইটপাটকেল ছোড়ে। তাতেই আহত হয় সোহাগ।
ওই যুবককে মারধর কিংবা তাকে লক্ষ্য করে ইট ছোড়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে তা মিথ্যা। এ দিকে এ দিন সকালেও ফের বিএসএফ জওয়ানদের সঙ্গে গ্রামবাসীদের বচসায় এলাকা উত্তপ্ত হয়। বিএসএফের আধিকারিকরা দ্রুত গিয়ে পরিস্থিতি সামাল দেন।
মৃতের পরিবারের তরফে স্বরূপনগর থানায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে সোহাগকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বিএসএফও কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে পাচারে জড়িত থাকা, গাড়ি ভাঙচুর ও সেন্ট্রি পোস্টে আগুন লাগানোর অভিযোগ দায়ের করেছে। |