লুমটেক্স চটকলের শ্রমিক-অসন্তোষে পরপর রেল আর সড়ক অবরোধ হয়েছিল। এ বার কাঁকিনাড়া জুট মিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সেখানকার শ্রমিকেরা রেল অবরোধ করলেন শিয়ালদহ মেন লাইনের কাঁকিনাড়া স্টেশনে। রবিবার সকালে প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পরে হস্তক্ষেপ করেন স্থানীয় বিধায়ক। কিন্তু তার পরেও বেশ কিছু শ্রমিক লাইন থেকে না-সরায় আরপিএফ লাঠি চালায়। এই ঘটনায় মেন লাইনে বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
রবিবার হলেও এ দিন রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ছিল। অবরোধে শহরতলির বিভিন্ন স্টেশনে প্রচুর পরীক্ষার্থী আটকে পড়েন। আটকে পড়েন সাধারণ যাত্রীরাও। দীর্ঘ ক্ষণ অপেক্ষা করেও ট্রেন না-পেয়ে অনেকেই সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন।
কাঁকিনাড়া চটকলের শ্রমিকেরা এ দিন সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন, ‘সাসপেনশন অব ওয়ার্ক’ বা কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার পরেই উত্তেজিত হাজার তিনেক শ্রমিক রেললাইনে বসে অবরোধ শুরু করেন। রেল সূত্রে খবর, অবরোধ শুরু হয় সকাল ৭টা নাগাদ। চলে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “অবরোধের জেরে দু’টি ট্রেন বাতিল করতে হয়। ১০টি ডাউন এবং পাঁচটি আপ ট্রেন গড়ে এক ঘণ্টারও বেশি দেরিতে চলাচল করে।”
হঠাৎ কাজ বন্ধ হল কেন?
ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ জানান, শনিবার ওই চটকলে কর্মী-শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। এতে ক্ষোভ তো ছিলই। তার পরে এ দিন কাজ বন্ধের নোটিস দেওয়ায় শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্যারাকপুর প্রশাসন সূত্রের খবর, অবরোধের পরে চটকল-কর্তৃপক্ষ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন। আজ, সোমবার বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। সোমবার বেতন দেওয়ার পরে কী ভাবে ফের চটকল খোলা যায়, তা নিয়ে আবার বৈঠক হবে। |