এগিয়েও ফের ড্র ইউনাইটেডের

ইউনাইটেড স্পোর্টস: ২ (এরিক, ওয়াহিদ)
লাজং: ২ (দুর্গা, উইলিয়ামস)
গোল করার পর পাল্টা গোল খেয়ে যাওয়া এবং গোল মিস করাটা যেন সংক্রামক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে ইউনাইটড স্পোর্টসের।
আই লিগে মুম্বই এফসি ম্যাচের পর মাত্র চার দিনের ব্যবধানে কল্যাণীর মাঠেই শিলং লাজংয়ের বিরুদ্ধেও সেই একই চিত্রনাট্য উপস্থাপিত হতে দেখা গেল। যার নিট ফল, জেতা ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বেলো-এরিকদের।
রবিবার লাজংয়ের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় বেগুনি ব্রিগেডকে। এমনকী প্রথমার্ধের কুড়ি মিনিট গড়ানোর পরই ২-০ এগিয়েও যায় ইউনাইটেড। সৌজন্যে এরিক এবং ওয়াহিদ। কিন্তু এরপরই যথারীতি রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে বিরতির আগেই ১-২ করেন দুর্গা বোরো। অবশ্য এই গোলের পেছনে বড় অবদান রয়েছে লাজংয়ের অ্যাটাকিং মিডিও উইলিয়ামের। পাহাড়ি দলের এই ব্রাজিলিয়ান ফুটবলার শুধু গোল করাননি, নিজে গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসেছেন ইউনাইটেডের থেকে।

সুব্রত। ফের এক পয়েন্ট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁর গোলেই সমতা ফেরায় লাজং। শুধু রক্ষণ নয়, ২-১ হয়ে যাওয়ার পর ইউনাইটেডের মাঝ-মাঠও কেমন যেন ছন্নছাড়া হয়ে পড়েছিল। লালকমল ভৌমিকের মতো ফুটবলারের অভাবটা এ দিন আরও একবার টের পাওয়া গেল।
২-২ হয়ে যাওয়ার পরও কিন্তু ইউনাইটেড বহু গোলের সুযোগ পেয়েছিল। যথারীতি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। একই ভুল বারবার কেন সব ম্যাচে হচ্ছে? দীপক-রফিকদের টিডি সুব্রত ভট্টাচার্য অবশ্য বললেন, “কেন সমস্যা হচ্ছে বা কোথায় সমস্যা হচ্ছে, তা আমার কাছে পরিষ্কার। কিন্তু ভুল শুধরানোর জন্য যে সময় দরকার ছিল, সেটা আমি পাইনি। রাংদাজিদ ম্যাচের আগে বেশ কিছু দিন সময় পাব। আর এই সময়ে দলের সমস্যাগুলো শুধরে দিতে পারব।”
তবে এ দিন সবচেয়ে বিস্ময়কর এবং চমকপ্রদ ঘটনাটি ঘটল ম্যাচ শেষ হওয়ার পর। রক্ষণের খারাপ পারফরম্যান্সের জন্য ইউনাইটেডের তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে, অথচ ম্যাচের সেরা বেছে নেওয়া হয় বেগুনি ব্রিগেডের রক্ষণের দায়িত্বে থাকা বেলো রজ্জাককে। কী ভাবে? উত্তর অবশ্য জানা নেই কারওরই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.