|
|
হরিষে-বিষাদ। লা লিগায় লিও মেসির দুই মেজাজ। ছবি: এএফপি ও এপি। |
|
অ্যাওয়ে ম্যাচে হারের সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়েই বার্সা কোচ মার্টিনো বললেন, “আমার দোষেই বার্সেলোনা হারল। আমি ভাল করে ফুটবলারদের তৈরি করতে পারিনি এই ম্যাচের জন্য। সোসিয়েদাদ যোগ্য দল হিসেবেই জিতেছে।” সঙ্গে যোগ করেন, “লা লিগার খেতাব দৌড়ে সব দলই কাছাকাছি আছে। এই হারের ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়লাম আমরা।” ম্যাচের মধ্যে আবার রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মার্টিনো। যে কারণে বার্সা কোচকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়। “ঝামেলা নিয়ে আমার কিছু বলার নেই। রেফারি যা ভাল বুঝেছেন, করেছেন,” মন্তব্য মার্টিনোর। শুধু তিন পয়েন্ট হারানো নয়। ম্যাচে চোট পেয়ে দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার জেরার পিকে।
বার্সেলোনার হারের রাতে আবার জয় পেল রিয়াল মাদ্রিদ। তা-ও আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া। এলচেকে ৩-০ হারিয়ে লা লিগার শীর্ষস্থানে উঠল রিয়াল। গোল করেন আসিয়ের ইল্লারামেন্দি, ইস্কো ও গ্যারেথ বেল। |
২২৯ গোল করে লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন লিওনেল মেসি। প্রথম দুইয়ে এখন তেলমো জারা(২৫১) ও হুগো সাঞ্চেজ(২৩৪)। শনিবার রাউলের ২২৮ গোলের রেকর্ড টপকালেন মেসি। |
|