মেসির নজিরের দিন হারল বার্সা
বার গোল করলেন লিওনেল মেসি। গড়লেন নতুন নজির। তবুও জয়ের মুখ দেখতে পারল না বার্সেলোনা। শনিবার লা লিগা ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-৩ হারল জেরার্ডো মার্টিনোর দল।
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য মেসিকে আক্রমণে রেখেই প্রথম দল সাজান বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। কিন্তু প্রথমার্ধের শুরুতে বার্সার মাঝমাঠ তারকা অ্যালেক্স সং-এর আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় সোসিয়েদাদ। অবশ্য কিছুক্ষণ পরেই গোল করে সমতা ফেরান মেসি। যে গোলের সৌজন্যে মেসি নতুন একটা পালক জুড়ে নিলেন নিজের রেকর্ডের টুপিতে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউলকে টপকে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় নম্বরে উঠে এলেন বার্সার মহাতারকা। ২২৯ গোল করে। কিন্তু মেসির রেকর্ড গোলও বার্সাকে হারের মুখ থেকে বাঁচাতে পারল না। দ্বিতীয়ার্ধে বার্সা রক্ষণকে নাস্তানাবুদ করে পাঁচ মিনিটের মধ্যে ৩-১ এগিয়ে যায় সোসিয়েদাদ। গোল করেন অ্যান্টয়ন গ্রেইজম্যান ও ডেভিড জুরুতুজা। শেষ দিকে অনেক সুযোগ তৈরি করেও ম্যাচের ফল পাল্টাতে ব্যর্থ মেসিরা।
হরিষে-বিষাদ। লা লিগায় লিও মেসির দুই মেজাজ। ছবি: এএফপি ও এপি।
অ্যাওয়ে ম্যাচে হারের সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়েই বার্সা কোচ মার্টিনো বললেন, “আমার দোষেই বার্সেলোনা হারল। আমি ভাল করে ফুটবলারদের তৈরি করতে পারিনি এই ম্যাচের জন্য। সোসিয়েদাদ যোগ্য দল হিসেবেই জিতেছে।” সঙ্গে যোগ করেন, “লা লিগার খেতাব দৌড়ে সব দলই কাছাকাছি আছে। এই হারের ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়লাম আমরা।” ম্যাচের মধ্যে আবার রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মার্টিনো। যে কারণে বার্সা কোচকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়। “ঝামেলা নিয়ে আমার কিছু বলার নেই। রেফারি যা ভাল বুঝেছেন, করেছেন,” মন্তব্য মার্টিনোর। শুধু তিন পয়েন্ট হারানো নয়। ম্যাচে চোট পেয়ে দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার জেরার পিকে।
বার্সেলোনার হারের রাতে আবার জয় পেল রিয়াল মাদ্রিদ। তা-ও আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া। এলচেকে ৩-০ হারিয়ে লা লিগার শীর্ষস্থানে উঠল রিয়াল। গোল করেন আসিয়ের ইল্লারামেন্দি, ইস্কো ও গ্যারেথ বেল।
২২৯ গোল করে লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন লিওনেল মেসি। প্রথম দুইয়ে এখন তেলমো জারা(২৫১) ও হুগো সাঞ্চেজ(২৩৪)। শনিবার রাউলের ২২৮ গোলের রেকর্ড টপকালেন মেসি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.