|
|
|
|
রাহুলের সামনে আত্মহত্যার হুমকি অসমের কৃষক নেতার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২৩ ফেব্রুয়ারি |
জমির অধিকার না-দিলে রাহুল গাঁধীর সামনে আত্মহত্যার হুমকি দিলেন কৃষক নেতা অখিল গগৈ। তিনি জানিয়েছেন, ভূমিহীন অসমিয়াদের জমির পাট্টা দেওয়ার বিষয়ে সরকারি নীতির পরিবর্তন না-করা হলে এমনটাই ঘটবে।
২৫ ফেব্রুয়ারি ভোটের প্রচার এবং দলের কাজে অসমে আসছেন রাহুল।
গগৈ বলেছেন, “পরিস্থিতি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ভূমিহীন মানুষের হারানোর কিছু নেই। তাঁরা যে কোনও চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। আগামী দু’দিন যা ঘটবে তার দায় হবে সরকারেরই।” সরকারকে পাট্টা দেওয়ার আবেদন জানিয়ে তিনি জানান, রাহুল গাঁধী অসমে এলে, তাঁকে ভূমিহীনদের মৃতদেহের উপরে সভা করতে হবে।গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জলাভূমি ও পাহাড়ি জমিতে বসবাসকারী পরিবারগুলিকে জবরদখল চিহ্নিত করে উচ্ছেদের কাজ চালাচ্ছে সরকার।
মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, পাহাড়, বনাঞ্চল ও জলাভূমির মাটি কাউকে দেওয়া হবে না। উচ্ছেদ পরিবারদের নিয়েই অসম জুড়ে আন্দোলন চালাচ্ছেন অখিল। তিনি বলেন, “সরকারের নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত।”পাহাড়-জলাভূমি-বনভূমিতে রাজ্যের যে সব মন্ত্রী, আমলা, পুঁজিপতি বাড়ি, প্রতিষ্ঠান, আবাসন, হোটেল গড়েছেন, তার তালিকা প্রকাশ করে গগৈ বলেন, “২০০৯ সালের পরও ক্ষমতাশালী ব্যক্তিরা অন্যায় ভাবে জমি দখল করেছেন। পাহাড় কেটে হোটেল, আবাসন তৈরি হচ্ছে। অথচ, সেখানকার পুরনো বাসিন্দাদের ১ কাঠা জমিও দিতে পারছে না সরকার। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চরম সংগ্রামের দিন। তরুণ গগৈ ও রাহুল গাঁধী তা দেখতে প্রস্তুত থাকুন।” |
|
|
|
|
|