টুকরো খবর
হাল ফেরেনি প্রতীক্ষালয়ের
ভেঙে পড়ছে এই যাত্রী প্রতীক্ষালয়।—নিজস্ব চিত্র।
রাতের অন্ধকারে কোনও ভারি গাড়ির ধাক্কায় ভেঙে পড়েছিল যাত্রী প্রতীক্ষালয়টি। সেই ঘটনার পরে দেড় বছর কেটেছে। কিন্তু একই রকম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে খয়রাশোলের পাঁচাড়া পঞ্চায়েত নির্মিত রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা পাইগড়া এলাকার ওই প্রতীক্ষালয়টি। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, ওই পঞ্চায়েতের ক্ষমতায় প্রথমে সিপিএম ও পরে তৃণমূল এলেও কোনও দলই অতি প্রয়োজনীয় ওই ভেঙে পড়া প্রতীক্ষালয়টি সারানোর জন্য কোনও পদক্ষেপ করেনি। পাঁচাড়া পঞ্চায়েতের বর্তমান প্রধান তৃণমূলের সোনালী বক্সী অবশ্য বলছেন, “বিষয়টি নিয়ে কেউ কিছু জানাননি। তবে, প্রতীক্ষালয়টি কী ভাবে সারানো যায়, তা দেখব।”

সাইকেল বিলি
স্কুলশিক্ষা দফতরের উদ্যোগে কন্যাশ্রী তালিকায় থাকা নবম শ্রেণির ছাত্রীদের সাইকেল দেওয়া হল বোলপুরে। ব্লক অফিস চত্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে বোলপুর মহকুমার চারটি ব্লকের অনগ্রসর শ্রেণির ১০০ ছাত্রীকে রবিবার সাইকেল দেওয়া হয়। অন্য দিকে, গ্রামীণ মেলা উপলক্ষে রামপুরহাট ১ ব্লকে এক অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পে ছাত্রীদের সাইকেল প্রদান মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ব্লকের ৯টি পঞ্চায়েতের ১৫০ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, প্রাথমিক ধাপে জেলায় আপাতত ২০০০টি সাইকেল এসেছে। এ দিন রামপুরহাট ১ ব্লকে ১৫০ জন এবং বোলপুরে ১০০ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হল। বাকি সাইকেলগুলি জেলার অন্য ব্লকে কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত ছাত্রীদের দেওয়া হবে।

পূর্ণেন্দুর দাবি
অসংগঠিত শ্রমিকদের বিমা বা ভবিষ্যনিধি প্রকল্পের আওয়ায় আনতে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে শিবির করা হচ্ছে বলে জানালেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু পূর্ণেন্দু বসু। বর্ধমানে তিনি বলেন, “ রাজ্য সরকার ৫৮ রকমের পেশায় নিযুক্ত শ্রমিকদের অসংগঠিত হিসেবে নথিভুক্ত করেছে। এরমধ্যে রয়েছেন ইটভাটার শ্রমিক ও বীরভূমের পাথর খাদানের শ্রমিক।” মন্ত্রীর দাবি , “গত এক বছরে রাজ্যের কোথাও শ্রমিক বিক্ষোভের জেরে কারখানা বন্ধ হয়নি। যে কয়েকটি শিল্প বন্ধ হওয়ার ঘটনাগুলি হয়েছে সেগুলি মালিকদের দোষেই ঘটেছে।”

জেলা সম্মেলন
রবিবার বোলপুরের গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গনে আইএনটিটিইউসি’র চতুর্থ জেলা সম্মেলন হল। ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দোলা সেন। আগামী দিনে বাংলায় সংগঠনের কোনও শ্রমিক কোনও রকমের বন্ধ ও অবরোধের পথ যাবে না বলে আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।

দুর্ঘটনায় মৃত্যু
পাথর নিয়ে খাদান থেকে ওঠার সময়ে ট্রাক উল্টে মৃত্যু হল চালকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে নলহাটি পাথর শিল্পাঞ্চলের বাহাদুরপুর এলাকায়। মৃতের নাম জাক্কার শেখ (২৭)। বাড়ি নলহাটি থানার চাচকা গ্রামে।

জয়ী সোমনাথ
মহম্মদবাজারের বৈদ্যনাথপুরের মাঠে অনুষ্ঠিত হল হল ‘তাপস সিংহ ও শান্তনু সিংহ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা।’ রবিবার ফাইনালে চ্যাম্পিয়ন হল সিউড়ির সোমনাথ একাদশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.