পুরুলিয়া জেলা |
• মোট পরীক্ষার্থী: ৩৫,৫৭২
• ছাত্র: ১৮,৫১৭
• ছাত্রী: ১৭,০৫৫
• পরীক্ষার্থী বেড়েছে: ৩,০০০
• মোট পরীক্ষাকেন্দ্র: ৯৮টি (মূল কেন্দ্র: ৬১, মূল কেন্দ্রের অধীনে: ৩৭)
• কেন্দ্র বেড়েছে: ১০টি
• কন্ট্রোল রুম: ০৩২৫২-২২২৪৩৮ |
বাঁকুড়া জেলা |
• মোট পরীক্ষার্থী: ৪৭,৬৭২
• ছাত্র: ২৪,৮৩০
• ছাত্রী: ২২,৮৪২
• পরীক্ষার্থী বেড়েছে: ১,৯৫৪
• মোট কেন্দ্র: ১০৭ (মূল কেন্দ্র: ৮১, মূল কেন্দ্রের অধীনে: ২৬)
• কেন্দ্র বেড়েছে: ৫টি
• কন্ট্রোল রুম: ০৩২৪২-৩৫৩৩০, ৯৪৭৫১৪১৭২১ |
বীরভূম |
• মোট পরীক্ষার্থী: ৪০,৬৮৯ জন।
• মহকুমা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা: সিউড়ি ১৪,২৬৮, রামপুরহাট ১৬,৪৪৮, বোলপুর ৯,৯৭৩।
• ছাত্র: ১৯,৫৩৫।
• ছাত্রী: ২১,১৫৪।
• পরীক্ষাগ্রহণ কেন্দ্র: ১০৭টি। মূলকেন্দ্র ৩০, উপকেন্দ্র ৭৭।
• মহকুমা ভিত্তিক কেন্দ্র: সিউড়ি ১১টি মূলকেন্দ্র এবং ২৯টি উপকেন্দ্র, রামপুরহাট ১৩টি মূলকেন্দ্র এবং ২৬টি উপকেন্দ্র, বোলপুর ৬টি মূলকেন্দ্র এবং ২০টি উপকেন্দ্র।
• কোনও অভিযোগ থাকলে: কেন্দ্রীয় কন্ট্রোল রুম (০৩৩) ২৩৫৯-২২৭৭/৭৮
কল্যাণময় গঙ্গোপাধ্যায় (প্রশাসক, মধ্যশিক্ষা পর্ষদ) ৯০৫১৪১৪১১১ |
পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে এ বছরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা গ্রহণকেন্দ্রে ১০ জন করে সিভিক পুলিশ থাকবে। পরীক্ষা শুরু ও শেষ হওয়ার সময় যে পথে পরীক্ষার্থীরা যাতায়াত করবে, সেই পথে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে পুলিশ। বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাতে ভিডিওগ্রফি-র ব্যবস্থা করা হয়েছে।
— অলোক রাজোরিয়া, জেলা পুলিশ সুপার। |
* সারা রাজ্যে সংবেদনশীল কেন্দ্রে মোবাইল ভিডিওগ্রাফি করা হবে। |
|