টুকরো খবর |
অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত মালদহে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বধূ নিযার্তনে অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশ অফিসার আক্রান্ত হলেন। বৃহস্পতিবার বামনগোলার পাকুয়াহাট সালালপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবক বঁটি নিয়ে পুলিশ অফিসারের উপর হামলা করে বলে অভিযোগ। জখম রসময় পালকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর ডান হাতে ১৪টি সেলাই পড়ে। জেলা পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “পুলিশের উপর হামলার অভিযোগে যদু হালদার নামে ওই যুবককে ধরা হয়েছে। ওই যুবকের নামে পুরনো মামলা আছে।” সালালপুর গ্রামের রতিকা হালদার নামে এক মহিলা সোমবার তাঁর স্বামী মাছ ব্যবসায়ী যদু হালদারের বিরুদ্ধে পাকুয়াহাট ফাঁড়িতে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ফাঁড়ির ইনচার্জ রসময় পাল চার কনস্টেবল নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে সালালপুর গ্রামে যান। সেখানে যদু হালদারের খোঁজ করার পরে যদু বাড়ির ভিতরে চলে যায়। পরে বঁটি হাতে নিয়ে চড়াও হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু, জখম আট
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বরযাত্রী বোঝাই ট্রেকার উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার রাজগ্রাম এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পেশায় চাষি মৃত যুবকের নাম আশরাবুদ্দিন আহমেদ (৩০)। বাড়ি ইটাহারের পাজোল এলাকায়। দুর্ঘটনায় ২ জন মহিলা ও ২ জন শিশু সহ ৮জন বরযাত্রী জখম হয়েছেন। তাঁদেরকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।, বৃহস্পতিবার রাতে পাজোল এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে ইটাহারের বালুয়া এলাকার এক তরুণীর বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠান সেরে এ দিন সকালে ১০ জন বরযাত্রী ওই ট্রেকারে চেপে পাজোল এলাকায় ফিরছিলেন। রাজগ্রাম এলাকায় রাস্তার বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রেকারটি উল্টে যায়।
|
শক্তি কমল বামেদের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কোচবিহার পুরসভায় শক্তি কমল বামের। সোমবার মেখলিগঞ্জ পুরসভার ৪ বাম, ১ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। পাঁচ দিনের মাথায় শুক্রবার কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন কোচবিহার পুরসভার ৪ জন বাম কাউন্সিলর। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলত্যাগীদের নাম শিখা চক্রবর্তী, স্বপন চন্দ, কমল রায় ও সন্ধ্যা দাস। শিখাদেবী ও স্বপনবাবু সিপিএমের টিকিটে গত পুরভোটে কোচবিহারের ৭ ও ১২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন। এ ছাড়াস দলবদলকারী ফরওয়ার্ড ব্লক কাউন্সিলরদের মধ্যে কমল রায় ১৬ নম্বর ওয়ার্ড ও সন্ধ্যা দাস ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন। দলবদলের ঘটনার জেরে আপাতত ২০ সদস্যের কোচবিহার পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন।
|
দলবদল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
কো-অর্ডিনেশন কমিটি ছেড়ে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনে যোগ দিল ৪০ জন সরকারি কর্মচারী। শুক্রবার দুপুরে ইসলামপুর মহকুমা শাসক দফতরের ওই কর্মীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে তাপস চক্রবর্তী জানান, উন্নয়নের কাজের গতি বাড়ানোর লক্ষ্যে ওই সংগঠনে যোগ দিয়েছি। সিপিএমএর প্রভাবিত কো-অর্ডিনেশন কমিটির ইসলামপুর মহকুমা সম্পাদক রথীন দাস বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।
|
কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জমির সীমানা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার চালুন এলাকার ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম তমসের আলি (২৭)। অভিযুক্ত জাহান মোল্লাকে ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে। দুই প্রতিবেশীর জমির সীমানা নিয়ে কিছুদিন ধরেই গোলমাল চলছিল।
|
মাতৃভাষা দিবস
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
নানা অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। শুক্রবার রবীন্দ্র ভবনে সর্বশিক্ষা মিশন উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালির দায়িত্ব শীর্ষক এক সভা হয়। নৃত্যনাট্য, আবৃত্তি ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সুনীতি অ্যাকাডেমিতে তথ্য সংস্কৃতি দফতর অনুষ্ঠান করে। সাগরদিঘি পাড়ে গান, আঁকা, আবৃত্তি, কবিতা পাঠ, হয়েছে।
|
বাড়তি নজর মাধ্যমিকে |
দু’বছরের অভিজ্ঞতাকে মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষায় বাড়তি নজরদারিতে উদ্যোগী উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে মহকুমা শাসক দফতরে মাধ্যমিক পরীক্ষা নিয়ে জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের একটি বৈঠক হয়। পরীক্ষাকেন্দ্র এলাকায় ১৪৪ ধারা, বাড়তি পুলিশি টহলদারি ও পরীক্ষা কেন্দ্রে ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত হয়েছে। এলাকায় সমস্যা এড়াতে বিএসএফকে সতর্ক করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক স্মিতা পান্ডে বলেন, “চিহ্নিত করা পরীক্ষা কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি থাকবে।” জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “এ বছর আমরা সতর্ক রয়েছি। বাইরের জেলা থেকেও পুলিশ আনা হবে।”
|
পঞ্চায়েতে তালা |
১০০ দিনের মজুরির টাকা না পেয়ে আরএসপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা। নেতৃত্বে ছিলেন আরএসপি-র নেতারাই। শুক্রবার বিকালে কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। আন্দোলনে নেতৃত্ব দেন আরএসপির কুমারগ্রাম লোকাল সম্পাদক তরুণ দাস। শ্রমিকদের অভিযোগ, মজুরি মিলছে না। গ্রাম পঞ্চায়েত অফিসে এসে টাকা না পেয়ে শ্রমিকেরা গেটে তালা ঝুলিয়ে দেন। পঞ্চায়েত প্রধানের মজুরির টাকা দেওয়া আশ্বাসে এক ঘন্টা পর তালা খুলে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান নির্মল বর্মণ বলেন, “কাগজপত্রে কিছু ত্রুটি থকায় মজুরি দিতে সমস্যা হচ্ছিল।”
|
দুর্ঘটনায় মৃত মহিলা |
ট্রাকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মহিলা বিড়ি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার খাটিয়াবাধা এলাকায় রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম পূর্ণিমা সূত্রধর (৩৭)। তাঁর বাড়ি পতিরামে। ছয় মহিলা বিড়ি শ্রমিককে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৭ জন মহিলা বিড়ি শ্রমিক উত্তর দিনাজপুরের দোমোহনা এলাকায় পরিচয়পত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন।
|
|