এক সদ্যোজাতের মৃত্যু ঘিরে শুক্রবার সকালে উত্তেজনা ছড়াল মেডিক্যালে। চিকিৎসক ও নার্সদের গাফিলতিতেই শিশুটি মারা গিয়েছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান আত্মীয়েরা। বৌবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। বিষয়টি খতিয়ে দেখার জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর।
হাওড়ার বাসিন্দা পরভিন বেগম গত সোমবার প্রসূতি বিভাগে ভর্তি হন। সেই দিনই তিনি দু’টি যমজ কন্যার জন্ম দেন। পরভিনের আত্মীয় আব্দুল আলিমের অভিযোগ, গোড়া থেকেই শিশু দু’টির যথাযথ খেয়াল রাখা হচ্ছিল না। একাধিক সমস্যার কথা জানালেও ডাক্তারেরা কান দেননি। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
পরভিন জানান, এ দিন ভোর ৪টে নাগাদ তিনি শিশুকে দুধ খাওয়ান। সে তখন সুস্থই ছিল। ঘণ্টাখানেক পরে তিনি দেখেন, শিশুটি নড়ছে না। নার্সদের জানালে তাঁরা শিশুটিকে নিয়ে যান। কিন্তু তার কী হয়েছে, তা তাঁরা পরভিনকে জানাননি বলে অভিযোগ। এর পরে পরভিন বাড়িতে ফোন করেন। সাড়ে ৯টা নাগাদ পরিজনেরা এলে তাঁদের জানানো হয়, ওই শিশুটির মৃত্যু হয়েছে। অন্য জন সুস্থ আছে। আব্দুলের অভিযোগ, কী ভাবে শিশুটির মৃত্যু হল, নার্স বা চিকিৎসক সদুত্তর দিতে পারেননি। পরিবারের পক্ষ থেকে ময়না-তদন্তের দাবি তোলা হলে কর্তৃপক্ষ কর্ণপাত করেননি বলে অভিযোগ। স্বাস্থ্য দফতরের মুখপাত্র সুমন বিশ্বাস বলেন, “স্ত্রী-রোগ বিভাগের প্রধান চিকিৎসক পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার ওই কমিটি রিপোর্ট দেবে।” |