|
|
|
|
ক্লাস বন্ধ রেখে স্কুলে শিক্ষক প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্কুলে কয়েকটি শ্রেণির ক্লাস বন্ধ রেখে চলছে উচ্চ প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের কাজ। তারফলে ব্যাহত হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা।
এগরার ঝাটুলাল হাইস্কুলে এগরা ১ ও এগরা ২ ব্লকের বিভিন্ন স্কুলের নির্বাচিত উচ্চ প্রাথমিক শিক্ষকদের দু’টি পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত ১২, ১৩, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সময় স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রদের ক্লাস বন্ধ রাখা হয়। দ্বিতীয় পর্যায়ে ১৯-২২ ফেব্রুয়ারি ইংরেজি, বাংলা ও অঙ্ক বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। |
|
ঝাটুলাল হাইস্কুলে প্রশিক্ষণ। ছবি: কৌশিক মিশ্র। |
সেজন্য ১৯ ফেব্রুয়ারি থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রদের ছুটি দেওয়া হয়েছে। স্কুলের ইংরেজির শিক্ষিকা শ্রুতি মাইতি বলেন, “স্কুল বন্ধ থাকায় ক্লাসের সংখ্যা কমছে। ফলে সিলেবাস শেষ করতে গিয়ে ছাত্রদের উপর চাপ পড়বে।” অভিভাবকদের অভিযোগ, একাধিকবার এভাবে নানা কারণে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি হচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন। সেই সময়ও স্কুলে পুলিশের ক্যাম্প হওয়ায় স্কুল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ও প্রশিক্ষণ শিবিরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চন্দন শীট বলেন, ‘‘মহকুমা সদরের স্কুল বলে সারা বছর নানা কারণে স্কুল বন্ধ রাখতে হয়। এটা সত্যি, এর ফলে ছাত্রদের ক্ষতি হয়। তবে জেলা সর্বশিক্ষা মিশন থেকে নির্দেশ এলে আমাদের তা পালন করতে হয়।”
একইভাবে, পটাশপুর ২ ব্লকের চক্রমূল হাইস্কুলের কয়েকটি শ্রেণির ক্লাস বন্ধ রেখে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। স্কুলের প্রধান শিক্ষক অনুপম সাউ বলেন, “ছাত্রদের সমস্যার বিষয়টি খতিয়ে দেখব।” জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী নন্দী বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। জেলা সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক পুষ্পেন্দু সরকারের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য বলেন, “বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখব।” |
|
|
|
|
|