নতুন সেতুর উদ্বোধন তমলুকে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শহিদ মাতঙ্গিনী ও কোলাঘাট ব্লকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সংযোগকারী জফুলি খালের উপর পাকা সেতুর উদ্বোধন হল শুক্রবার। এ দিন তমলুকে রামতারক বাজারের কাছে স্বাধীনতা সংগ্রামী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ওই সেতুর উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে শুভেন্দুবাবু বলেন, “এই সেতু চালু হওয়ার ফলে কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী ব্লক এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এছাড়াও বড়দাবাড় থেকে ভোগপুর রাস্তাও কংক্রিটের করা হবে। রামতারক বাজার ও কোলাঘাট শহরে অত্যাধুনিক আলোর ব্যবস্থা হবে।” |
|
জফুলি খালের উপর সেতুর উদ্বোধনে শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র। |
জেলা পরিষদ ও হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)-এর যৌথ উদ্যোগে শহিদ মাতঙ্গিনী ও কোলাঘাট ব্লকের সংযোগস্থল রামতারক বাজারের মহাশ্বেতায় ৪১ নম্বর জাতীয় সড়কের কাছে সোয়াদিঘি খাল সংলগ্ন ভোগপুর ও দেড়িয়াচক এলাকার মধ্যে জফুলি খালের উপর ওই সেতুটি তৈরি হয়েছে। সেতুটি তৈরির জন্য জেলা পরিষদের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ২৩ লক্ষ টাকা এবং সেতু সংলগ্ন রাস্তা তৈরির জন্য এইচডিএ ৪০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে সেতুর কাজের শিলান্যাস হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার গড়িমসির কারণে নির্দিষ্ট সময়ে ওই সেতুর কাজ সম্পূর্ণ হয়নি। এরপর গত বছর ওই সেতু সংলগ্ন পাকা রাস্তা তৈরি ও জফুলি খালের ১ কিলোমিটার অংশে সংস্কার কাজের জন্য এইচডিএ অর্থ বরাদ্দ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, সহ-সভাধিপতি শেখ সুপিয়ান, পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা, শিক্ষা কর্মাধ্যক্ষ্য মামুদ হোসেন ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী প্রমুখ। |
|