|
|
|
|
বাসে বেশি ভাড়া আদায় হাওড়ায়, নেই তালিকাও
সুপ্রিয় তরফদার • কলকাতা |
বাস ভাড়া বাড়েনি। কিন্তু হাওড়ার কিছু বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তাঁদের অভিযোগ, অধিকাংশ বাসে ভাড়ার তালিকা থাকে না। হাওড়া আঞ্চলিক পরিবহণ দফতর সূত্রে খবর, হাওড়ায় ১৪০০-র মতো বাস চলে। এর মধ্যে কয়েকটি রুটের কিছু বাসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যেমন, টিকিয়াপাড়া স্টেশন থেকে বিবাদী বাগের ভাড়া সাত টাকা। কিন্তু নতুন যাত্রী হলেই বেশি ভাড়া চাওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, অধিকাংশ বাসেই ভাড়ার তালিকা থাকে না। ফলে নতুন যাত্রীদের পক্ষে ভাড়া জানতে কন্ডাক্টরের উপরের নির্ভর করতে হয়। অনেক যাত্রীর এমন অভিজ্ঞতা হয়েছে। নলপুরের বাসিন্দা অভিজিৎ কর বলেন, “টিকিয়াপাড়া থেকে রোজই বাসে ডালহৌসি যাই। ভাড়া সাত টাকা। এক দিন কদমতলা-ধর্মতলা রুটের বাসে আট টাকা ভাড়া চাইল। আমি প্রতিবাদ করে ভাড়ার তালিকা দেখতে চাইলাম। কন্ডাক্টর জানালেন ভাড়ার তালিকা বক্সে আছে। বের করা যাবে না। বেশ কিছু ক্ষণ বচসার পরে কন্ডাক্টর মেনে নেন।” অভিজিৎবাবুর মতো নিত্যযাত্রীরা ঠিক ভাড়া জানেন বলে প্রতিবাদ করতে পারেন। কিন্তু নতুন যাত্রীদের পক্ষে তা সম্ভব হয় না। তাঁদের কাছে থেকে সহজেই নির্ধারিত ভাড়ার থেকে এক টাকা দু’টাকা বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ।বেঙ্গল বাস সিন্ডিকেটের সম্পাদক বাবু ঘোষ বলেন, “আমার কাছে এ বিষয়ে কোনও অভিযোগ আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বেশির ভাগ বাসেই ভাড়ার তালিকা লাগানো থাকে। যে সব বাসে তালিকা লাগানো নেই সে সব বাসে অবিলম্বে তালিকা লাগানোর বন্দোবস্ত করছি।’’ এ প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “বেশি ভাড়া নেওয়া অন্যায়। বাসে ভাড়ার তালিকা রাখাও বাধ্যতামূলক। বাসে ভাড়ার তালিকা না থাকলে বা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|