শিবপুর থানা ভেঙে তৈরি হচ্ছে আরও দু’টি নতুন থানা। শুক্রবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, একটি চ্যাটার্জিহাট, অন্যটি এজেসি বোস বোটানিক গার্ডেন। শিবপুর থানা হাওড়া পুলিশ কমিশনারের অধীনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আসার পরে শিবপুর থানার পুলিশের উপর চাপ বাড়ে। নতুন থানা হলে তাদের উপর থেকে চাপ কমবে বলে মনে করা হচ্ছে।
|
গোঘাটের কামচে গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল খানাকুলের মাইনান গ্রামের এক যুবকের বিরুদ্ধে। ওই রাতেই হাওড়ার বাগনান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। দু’জনেরই বাড়ি মাইনান গ্রামে। বছর পনেরোর ওই কিশোরী দীর্ঘদিন ধরে মামারবাড়ি কামচেতে থাকে। বৃহস্পতিবার সকালে সে স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হয়। তার বাবা খবর পান প্রতিবেশী ওই যুবই মেয়েকে নিয়ে পালায়। এর পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
|
গোঘাটের বদনগঞ্জ সোশ্যাল অ্যাকশন ক্লাবের পরিচালনায় ‘মনজ্যোতি স্মৃতি কাপ নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা’র ফাইনাল হতে চলেছে আজ, শনিবার। বদনগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত ওই খেলায় পাণ্ডুগ্রাম মুনস্টার মুখোমুখি হবে জয়পুর জুনিয়র ইলেভেনের। প্রতিযোগিতা এ বার ১১ বছের পড়ল। |