ভাষা-দিবসে নানা অনুষ্ঠান দুই জেলায়
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ ও উলুবেড়িয়া |
আলোচনাসভা, গান, কবিতা পাঠ-সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হল হাওড়া ও হুগলি জেলার নানা প্রান্তে। হুগলির আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের অনুষ্ঠানটি হয় মহকুমা শাসকের কার্যালয়ের ‘দিশা’ সভাকক্ষে। ‘সবুজায়ন’ নামে একটি সংস্থার উদ্যোগে শহরের সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় রবীন্দ্রভবনে। সকালে গৌরহাটি মোড় থেকে মশালযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্রভবন চত্বরে নির্মিত শহিদ বেদিতে মালা দেওয়া হয়। সারাদিন ধরে চলে নানা অনুষ্ঠান। মহকুমার ল’ক্লার্কদের পক্ষেও দিনটি পালন করা হয় এবং সমস্ত অফিসের কাজে বাংলা ভাষা চালু করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয় মহকুমা শাসককে। |
|
কোন্নগর পুরসভার উদ্যোগে ভাষা আন্দোলনের শহিদস্মরণ।
শুক্রবার সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি। |
হাওড়ার আমতার রসপুর অগ্রগতি এবং আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর যৌথ ভাবে দিনটি পালন করে। এই উপলক্ষে সকালে ভাষা-শহিদ স্মৃতিস্তম্ভে মাল্যদানের পরে হয় পদযাত্রা। খড়িয়পে জেলা মহিলা স্বনির্ভর সমন্বয় সমিতি নানা অনুষ্ঠানের আয়োজন করে। বাগনানের আন্টিলা প্রগতিশীল পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ বছরের কম বয়সীদের হাতেখড়ি হয়। ভাষা দিবস পালিত হয় জয়পুরের অমরাগড়ি পাবলিক লাইব্রেরিতেও। |
|