|
|
|
|
দুর্নীতি-বিরোধিতায় অর্ডিন্যান্সের ভাবনা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২১ ফেব্রুয়ারি |
এ বার লোকসভায় পাশ না হওয়া পাঁচটি দুর্নীতি-বিরোধী বিলে সরকার অর্ডিন্যান্স জারির চেষ্টা করবে বলে জানালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। আজ প্রথম কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের নেতৃত্ব দেন তিনি। তার পরেই এই কথা জানান।
লোকসভা ভোটের মুখে রাহুলের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, কংগ্রেসের ব্যাটন এখন সহ-সভাপতির হাতেই। এই বৈঠক সেরেই রাহুল চলে যান বিজয় চকে। প্রতিবন্ধীদের বিষয় সংক্রান্ত একটি বিলও এ বার পাশ না হওয়ায় সেখানে ধর্নায় বসেছিলেন প্রতিবন্ধীরা। সেখানে পৌঁছে রাহুল জানান, সরকার চেষ্টা করেছিল ওই বিলটি পাশ করানোর। কিন্তু বিজেপি তথা বিরোধীদের জন্য তা সম্ভব হয়নি। এর পরেই তিনি বলেন, “দুর্নীতি-বিরোধী পাঁচটি বিলে সরকার অর্ডিন্যান্স জারির চেষ্টা করছে। এই বিষয়ে আমি মনমোহন সিংহ এবং সনিয়া গাঁধীর সঙ্গে কথা বলেছি।”
বস্তুত, পঞ্চদশ লোকসভার শেষ প্রহরে আজ তারই ক্ষেত্র প্রস্তুত করে রাখল কংগ্রেস। অধিবেশনের শেষ দিনে লোকসভার ওয়েলে নামলেন কংগ্রেস সাংসদরাই। দাবি করলেন, বকেয়া বিলগুলি পাশ করাতে অধিবেশনের মেয়াদ বাড়াতে হবে। যদিও প্রত্যাশিত ভাবেই অধিবেশনের মেয়াদ বাড়াতে দেয়নি বিরোধীরা। বিজেপি-র বেঙ্কাইয়া নায়ডু বলেন, “কংগ্রেস ন’বছর ন’মাস ধরে বিলগুলি গর্ভে ধারণ করে রেখেছিল। এখন তা প্রসব করতে চাইছে। এর পর কারও সন্তান না হলেও বিজেপি-কে দায়ী করবে কংগ্রেস!” লোকসভার প্রচারে দুর্নীতি মোকাবিলাকে অন্যতম বিষয় করতে চান রাহুল। তাই এই সংক্রান্ত ছ’টি বিল পাশ করাতে এ বার অধিবেশন শুরুর আগে থেকেই সওয়াল করছিলেন তিনি। কিন্তু ছ’টির মধ্যে কেবল হুইসল ব্লোয়ার বিলটি আজ পাশ হয়েছে রাজ্যসভায়। বাকিগুলি পাশ করানো অসম্ভব বুঝে কংগ্রেস আগেই ঠিক করে রেখেছিল, অধিবেশন শেষ হতেই বিলগুলি নিয়ে অর্ডিন্যান্স জারি করা হবে। রাজনৈতিক নেতৃত্বের মতে, কংগ্রেস তথা রাহুল সেই নকশা ধরেই এগোচ্ছেন। |
|
|
|
|
|