|
|
|
|
মিলল ২ নিখোঁজ ব্যবসায়ীর দেহ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২১ ফেব্রুয়ারি |
ব্যবসার কাজে মণিপুর থেকে মায়ানমারে ঢুকে নিখোঁজ হয়ে যাওয়া দুই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল। পুলিশ জানায়, উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা সনবেন্দর সিংহ (৩০) ও মুম্বইয়ের বাসিন্দা দলজিৎ সিংহ ব্যবসার কাজে ১১ ফেব্রুয়ারি মণিপুর-মায়ানমার সীমান্তের মোরে শহরে আসেন। সেখান থেকে ২ তাঁরা মায়ানমারের তামু শহরে যান। তাঁদের সঙ্গে অন্য চার ব্যবসায়ীও ছিলেন। বাকি চার জন ফিরলেও সনবেন্দ্র ও দলজিৎ মায়ানমারের দিক থেকে ফেরেননি। তার পর থেকে পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন।
মাসখানেক আগে ইম্ফলে আসা ওই দুই ব্যবসায়ী ঘরোয়া সামগ্রী, স্কুলের পোশাক, বেল্ট, টাই বিক্রি করতেন। দুই ব্যবসায়ীর সন্ধানে মণিপুর ও মায়ানমারের পুলিশ তল্লাশিতে নামে। শেষে জাংনোমফাই গ্রামের জঙ্গলে দু’জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মোরে থেকে দেহগুলি ইম্ফলের হাসপাতালে পাঠানো হয়।
দুই ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে দু’দিন ধরে বিভিন্ন মানবাধিকার সংগঠন বন্ধ চালাচ্ছিল। দেহ উদ্ধার হওয়ার পরে প্রতিবাদ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ফলে কয়েকদিন ধরেই সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে। বন্ধ তোলার আবেদন জানিয়ে আজ শিল্পমন্ত্রী গোবিন্দাস কোনথৌজাম ও খাদ্যমন্ত্রী গামথাং হাওকিপের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চালায়। মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ নিহতদের নিকটাত্মীয়দের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, “দুই ব্যবসায়ীর খুনিদের ধরতে সরকার সব রকম চেষ্টা চালাবে।” সনবেন্দরের বাবা হরজিৎ সিংহ বলেন, “আমি চাই এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে।” |
|
|
|
|
|